কবিতা ।। ওগো বিদ্রোহী কবি ।। সমর আচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। ওগো বিদ্রোহী কবি ।। সমর আচার্য্য

 ওগো বিদ্রোহী কবি 

          সমর আচার্য্য


ওগো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
তোমাকে জানাই আমাদের সশ্রদ্ধ সেলাম
তোমার কবিতা তোমার গানে সাহস আনে মনে
তুমিই তো বিদ্রোহের গান শুনিয়েছ জনগনে।

দেশের কাণ্ডারীকে তুমি করেছো হুঁশিয়ার
পার করার যুগিয়েছ বল দুর্গম গিরি কান্তার
ভগবানের বুকে এঁকেছো তুমি ভৃগুর পদচিন্হ
বিধির বিধান ছিন্ন করে করেছ ভিন্ন ভিন্ন।

গানের দুনিয়ার ওগো বুলবুল, তোমার গানে গানে
খুশির হাওয়ার মাতন লেগেছে বাঙালির মনে প্রানে
তোমার গজল, শ্যামা সংগীত বাংলার ঘরে ঘরে
এখনো আনে ভক্তির লহরী সবার মনে থরে থরে ।

শেষ বয়সে পত্নী বিয়োগে হয়ে গেলে তুমি নীরব
বড় অভিমানেই হয়ে রইলে যেন জীবন্ত এক শব
ঊনত্রিশে আগস্ট সন উনিশ শো ছিয়াত্তরে
বাংলাদেশের ঢাকায় রাখলে তোমার দেহ চিরতরে।

চেতনায় তুমি রবে চিরদিন ভুলবে না বাঙালি
উন্নত শিরে রবে ভাস্বর হবে না কখনো কাঙালি।
বাংলাদেশের জাতীয় কবি  রইবে বাঙালির মনে
ভারত বাংলা  গাইবে তব গান শ্রদ্ধা ভক্তি স্মরণে।

No comments:

Post a Comment