Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতা ।। সাম্যবাদী বিদ্রোহী ।। মৌমিতা চ্যাটার্জী

সাম্যবাদী বিদ্রোহী

মৌমিতা চ্যাটার্জী


আমি সাম্যবাদের কবি।
আমি নিষ্পেষণের শিকল ভেঙেছি,
অত্যাচারীর আঘাত হেনেছি,
মহাযজ্ঞের বিভূতি তে আঁকি,সর্বহারার ছবি।
আমার কন্ঠে ধ্বনিত হয়েছে সাম্যবাদের গান-
আমার চোখে এক হয়ে গেছে ,আছে যত ভগবান।
আমি পাঠ করে যাই গীতার বাণী, মুয়াজ্জিনের আজান।।
কখন‌ও পুড়েছি মহাশ্মশানের চিতার বহ্নিশিখায়,
আমার আত্মা পেয়েছে শান্তি,ভাইয়েদের জানাজায়।
আমি,অহংকারীর মিথ্যা দর্প অনায়াসে ঠেলি পায়,
অসহায়,যত নির্ধনজাতি-ধুলো মেখে আছে গায়।
সম্বলহীন-নরনারায়ণে, বুকেতে জড়াই স-সম্মানে,
নত করি শির তাদের চরণে, অবাধ, নির্দ্বিধায়।
আমি একাধারে মাতি মহাবিদ্রোহে,
স্বার্থকে করি ঘৃণা,
উৎপীড়কের ধ্বজা ভুঁয়ে ফেলি,
বাজিয়ে প্রলয় শিঙা।
পূর্ব থেকে পশ্চিম,
উত্তর হতে দক্ষিন,
আমি,উন্মাদপ্রায়, দৌড়ে বেড়াই
সতেজ,ক্লান্তিহীন।
আমি,প্রথম প্রেমের কলি হয়ে ফুঁটি,
চপলা কুমারী মনে,
'নির্ঝরিনী'র সুর গেয়ে উঠি-'দোলন চাঁপা'র বনে।
আমি মনোযোগী হ‌ই পুনরূদ্ধারে জাতির হৃত গৌরব,
প্রবল ক্রোধে বাজাই ডমরু,
আমিই রুদ্র-ভৈরব।
করি ঔদ্ধত্যের নাশ,
হৃদয়ে জপেছি সংহার বাণী,
আমি ধরণীর ত্রাস।
আমি রোপন করেছি অতীত যুগে যে,মহামিলনের বীজ,
প্রীতির ছায়ায় বিকশিত হোক,
হৃদয়ের সরসিজ।
আমি,স্বপ্নে রচেছি প্রভেদ মুক্ত-প্রোজ্জ্বল পৃথিবী,
যা আছে ভেদ,বাদ-‌অনুবাদ,
ক্ষয় করেছি ধর্ম আঘাত,
'মানব পরম সত্য'-জ্ঞানেতে হয়েছি সাম্য কবি,
আমিই স্বর্গ, আমিই দোজখ্, আমিই দীনের নবী।
আমার‌ই বুকের আগুনে জ্বালাব, চির অক্ষয় রবি।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত