কবিতা ।। বনমালী ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। বনমালী ।। সুশান্ত সেন

বনমালী 

সুশান্ত সেন 


বনমালী, এই বাগানে ফুল ফুটিও না,
এই বাগানে লাশ পোতা ছিল
কয়েক দিন আগেই খুঁজে পাওয়া গেছে
তার সাথে পোতা ছিল একটা রক্তমাখা থলি, কেজি খানেক চাল আর একটা গুড়ো গুড়ো বিস্কুটের প্যাকেট।

জমির সারবত্তা মেপে মেপে গুবরে পোকারা 
আশ্রয় নিয়েছিল ফুল বাগানে।
কিন্তু উপরি উক্ত ঘটনাটি ঘটার পর
শালগ্রাম শিলা নিয়ে শপথ করার লোকগুলো
সব পালিয়ে গেল।

ধীরে ধীরে ও অমোঘ ভাবে
গুবরে পোকারা এই বাগানকে করে তুলল
দগ্ধ ভূমি
গাছ আর বাড়ল না প্রজাপতির উপত্যকায়।
বাগানে আর ফুল ফুটবে না - এ নিশ্চিত।

==============

সুশান্ত সেন 
৩২বি, শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০


No comments:

Post a Comment