কবিতা ।। তোমাকে হাতড়ে বেড়াই ।। জয়িতা চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। তোমাকে হাতড়ে বেড়াই ।। জয়িতা চট্টোপাধ্যায়

তোমাকে হাতড়ে বেড়াই:

জয়িতা চট্টোপাধ্যায় 


এই পৃথিবীর মায়াবী মাটি দিয়ে রচনা করি তোমায়
যে তুমি মধুমাফিক আমাকে বিষ খাওয়াবে 
সবুজ আলো, বৃষ্টি ভেজা চাঁদ,
হৃদয়ের হাওয়ায় টেনে নিয়ে যাবে দিনান্তে 
আততায়ীর মতন  বসবে পাশে 
বলবে মিহি জন্মের গল্প
ছায়াপথ থেকে নক্ষত্রে চালাবে শব্দভেদী বান
শিল্পের জননীর হয়ে দেবে  দুঃখ দেবে সর্বনাশ 
আর নর্তকীর মুদ্রার মতন আমি খুঁজে নেব
নির্ভার নীল আকাশে তোমার নামের কবিতাদের।

No comments:

Post a Comment