কবিতা || রবীন্দ্রনাথ দিনের আলো ।। অবশেষ দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা || রবীন্দ্রনাথ দিনের আলো ।। অবশেষ দাস

রবীন্দ্রনাথ দিনের আলো

অবশেষ দাস


একটা দীপে হয় না পূজা, ধূপ তো জ্বলে মনে
হৃদয় মাঝে গানের তরী,সুরের সম্মেলনে।
ফুল তো রাখি তোমার পায়ে,অনন্ত বিস্ময়ে
আজও সবাই গর্ব করে তোমার বিশ্বজয়ে।

কবিগুরু রবীন্দ্রনাথ জোড়াসাঁকো বাড়ি
তোমার জন্যে সলতে পাকাই, সমুদ্রে দিই পাড়ি।
কোন্ সুদূরে জানি না তা, ফুরায় না পথ চলা
পঁচিশ এলেই ভাবতে বসা, তোমার কথা বলা।

কবিগুরু রবীন্দ্রনাথ আলপনা প্রত্যহ
তোমার আলোয় প্রেমের পূজা, অজস্র বিদ্রোহ।
বোশেখ মাসের পঁচিশ এলেই মন বসে নির্জনে
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, শান্তিনিকেতনে।

টুপ্ টুপা টুপ্ বৃষ্টি ঝরে, কে যেন কে কাঁদে
এখনও সেই রবীন্দ্রনাথ গানের সুতোয় বাঁধে।

গঙ্গা জলে গঙ্গা পূজা, হৃদয় যেন বীণা
বাংলা ভাষায় লিখেছিলেন, রবিঠাকুর কিনা !
লিখেছিলেন ভারতবর্ষ, বিশ্বজনীন ব্রত
আজও তিনি সঙ্গে আছেন, দিনের আলোর মতো!

No comments:

Post a Comment