কবিতা ।। সমুদ্রনীল ।। জয়শ্রী ব্যানার্জি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। সমুদ্রনীল ।। জয়শ্রী ব্যানার্জি

সমুদ্র নীল 

জয়শ্রী ব্যানার্জি 


তুমি সমুদ্র নীল,
তোমার অনন্ত অথৈ নীল জলরাশিতে আমি ভেসে গেছি ...
অতল নীল  আহ্বানে বার বার কাছে ডেকেছো তুমি, 
আমি ডুবেছি তোমার গভীরে ..
আমি পারিনি তোমার দুর্নিবার আকর্ষন এড়াতে ...
আমি পারিনি তোমার ঢেউ এ নিজেকে না ভিজিয়ে থাকতে ! 
আমি হেরে গেছি ..
আমি সূর্য প্রণাম করে তোমার মাঝে নিজেকে সমর্পণ করেছি ।
তোমার অশান্ত  লহরী আমায়  তুমুল গাঢ় আলিঙ্গনে কাছে টেনেছে । 
স্পর্শ করেছে চুল চোখ চিবুক  ..
সমুদ্র সফেন শরীরে লেগে 
নোনতা চুম্বন অধর ছুঁয়ে!
কখোনো কাছে কখনও দূরে .তুমি  
আমি  একাকী সৈকতে রোজ বসি বেলা অবেলায় ,
চুপ করে   চেয়ে চেয়ে দেখি তোমায় 
.সূর্য ওঠে  স্নিগ্ধ ভোর ....তোমার উত্তাল তরঙ্গ  তার গম্ভীর গর্জন। 
চারপাশে তোমায় ঘিরে কত নরনারী কত কোলাহল !
 সূর্য ডোবে বেলা পড়ে যায় ... শান্ত সৌম্য তুমি ,
ঝাউ সারি দুলে দুলে গল্প করে 
সন্ধ্যায় বয়ে যায় শীতল সমুদ্রচারী হাওয়া।
তুমি ছুঁয়ে দিয়ে দূরে গেলে  আমার মন কেমন করে .ভীষণ ,
ভয় হয় কি জানি যদি হারিয়ে ফেলি তোমায়  !
তোমার দেওয়া ঝিনুক রাশি জড়ো করি স্মৃতির মতো ! 
মনে হয় শুক্তি মাঝে বন্দী হয়ে মুক্ত হয়ে যাই।
বালুকণায়   লিখি  প্রিয় ডাক নাম ।
তুমি আবার ছোটো বড়ো ঢেউ হয়ে ফিরে ফিরে আসো ।
আমি বাঁচি আবার সেই ঢেউ এ  ভিজে যাই।

==============


 জয়শ্রী ব্যানার্জি , পূর্ব বর্ধমান।








No comments:

Post a Comment