কবিতা ।। নজরুল এক কালবোশেখি ।। জগদীশ মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। নজরুল এক কালবোশেখি ।। জগদীশ মণ্ডল

নজরুল এক কালবোশেখি

জগদীশ মণ্ডল


 

" কারার ঐ লৌহ কপাট " শুনে বিদেশীর ভয়

বিপ্লবীদের উদ্বেল করে করতে স্বদেশ জয়,

বন্ধ করে এমন লেখা কন্ঠ করতে রুদ্ধ

স্বদেশ ভূমি রক্ষা করতে লেখা দিয়ে যুদ্ধ।


সেই যুদ্ধে সামিল হলো ভারতমাতা সন্তান

গুলীর সামনে বুক পেতেছে ভুলিনি তাদের দান,

গান কবিতায় নজরুল দিলেন প্রদীপ্ত সেই মশাল

উঠলো জ্বলে ভেঙে দিলেন জাতপাতের বিভেদ জাল।


হিন্দু মুসলিম একই বৃন্তে ফোটা দুটি ফুল

তিনি আমার মানবতার বিদ্রোহী নজরুল।

যাঁর কবিতা শিকলভাঁঙা বন্ধ কারাগার

তাঁর সৃষ্টি বিকৃত করার সাহস হলো কার !


ওরে দুর্মতী মূঢ় সৃষ্টি নিয়ে ছেলেখেলা

কেন করো উপহার দাও স্বচ্ছ সকালবেলা,

সেই ক্ষমতা থাকলে দেখাও মনটি যাবে ভরে

তোমার কথা সব মানুষ  বুকের মাঝে ধরে।


এ আর রহমান তুমি  বুদ্ধির কারিগর

টাকা দিয়ে কিনে সম্পদ লুন্ঠিত করো ঘর,

তুমি কি জানো নজরুল এক কালবোশেখী ঝড়

লোভ লালসায় মত্ত, সন্মান  হবে যে ছারখার।


ক্ষমা চেয়ে নিন ভুল হয়েছে থাকো যতো দূর

চেয়ে দেখো চারিদিকে ঐ বিদ্রোহের সুর,

থামবে না যে  এ প্রতিবাদ  মাঠে ময়দানে

ধন্য হতে চাই রুদ্রপলাশ নজরুলের গানে।


********************

জগদীশ মন্ডল।।নতুন পুকুর রোড।।চড়কডাঙা।।পোস্ট::বারাসাত।। কলকাতা::700124










No comments:

Post a Comment