জাদুকর
বদ্রীনাথ পাল
এক ছিলো জাদুকর নাম তার 'রবি '--
লিখতো কবিতা ছড়া, আঁকতো সে ছবি।
বড়ো প্রিয় ছিল তার ফুল শিশু পাখি --
নদী বন পাহাড়ের সাথে মাখামাখি।
চাইতো না মন তার যেতে ইস্কুলে,
পাখিদের ডাক শুনে সব যেতো ভুলে।
জাদুকরী লেখনীর জাদুকরী সুরে --
নাম তার ছড়িয়েছে দূর হতে দূরে।
জাদুকর কেউ নন -- তিনি সেই "রবি"--
জগতের সেরা যিনি কবিদের কবি !
==============
বদ্রীনাথ পাল
বাবিরডি, পোস্ট-গৌরাংডি, জেলা-পুরুলিয়া
No comments:
Post a Comment