কবিতা ।। ভোল বদল ।। মোহিত ব্যাপারী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। ভোল বদল ।। মোহিত ব্যাপারী

 

ভোল বদল

মোহিত ব্যাপারী 


গণতন্ত্রের বৃহত্তম উৎসব
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের।
গনতন্ত্র গতন্ত্র আর গতন্ত্র।
জনগণই গৌণ সেখানে যেখানে
মুখ্য হওয়ার কথা ছিল তার।
নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতির বন্যা।
পায়ে হেঁটে মাঠে ঘাটে প্রখর রোদে, 
জনসংযোগ পথ চলতি পথিকের সাথে
কিংবা জনজোয়ারের ভিড়ে।
মানুষের পাশে থেকে মানুষের সাথে 
মানুষের তরে কাজ করার অভীপ্সা ।
নির্বাচন শেষে অজ্ঞাত কারণে 
অভীপ্সাটুকু মর্গে শায়িত থাকে। 
জনগণ যত বোকার হদ্দ,
পিপীলিকার মত ভুল ঠিকানায় ছোটে।
নির্বাচনী প্রহর শেষে, 
আগামীর জনগণের স্বপ্নভঙ্গের
ইতিহাস লেখা হবে।

=================

( MOHIT BAPARI ) 
VILL - NORTH KANCHDAHA
PO - KANCHDAHA
DIST - NORTH 24 PARGANAS
PIN - 743247


No comments:

Post a Comment