পোস্টগুলি

নবপ্রভাত রজতজয়ন্তী উৎসব ২০১৮ঃ খবরাখবর লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

"নবপ্রভাত" রজতজয়ন্তী স্মারক কাব্য সংকলনে লেখা আহ্বান

ছবি
👉 প্রত্যেক কবির 1-2টি কবিতা (মোট সর্বোচ্চ 22 লাইন) ছাপা হবে। সংক্ষিপ্ত কবি পরিচিতি, ঠিকানা ও ছবি ছাপা হবে । 👉 শতাধিক কবির কবিতা সংকলিত হবে। 👉 বইটি হবে ৮-১০ ফর্মার বোর্ড বাইন্ডিং। 👉 বইটির মূল্য হবে আনুমানিক 160 টাকা। কবিকে শুধুমাত্র বইটি কিনে নিতে হবে। আর অতিরিক্ত কোনো অর্থ দিতে হবে না।   কবিতা মনোনীত হলে মূল্য অগ্রিম পাঠাতে হবে। 👉 কলকাতার কলেজস্ট্রিটের ইউনিভার্সিটি ইন্সটিটিউট (অ্যানেক্স) হলে  নবপ্রভাতের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে (২/৭ অক্টোবর ২০১৮)  গ্রন্থটি কবিদের হাতে তুলে দেওয়া হবে। অন্যথায় কবিকে রেজিঃ পোস্টের খরচ বহন করতে হবে। 👉 প্রত্যেকে 4/5টি বাছাই কবিতা পাঠান (সঙ্গে দিন সংক্ষিপ্ত কবি পরিচিতি, ঠিকানা ও ছবি)। অপ্রকাশিত এবং কোনো পত্রিকাতে প্রকাশিত লেখা পাঠানো যাবে। তবে কোনো কাব্য সংকলনে প্রকাশিত লেখা পাঠাবেন না। 👉 লেখা পাঠানোর দু'চার দিনের মধ্যে মনোনয়ন সংবাদ জানানো হবে। 👉 আগে আসার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। 👉 লেখা পাঠানোর ঠিকানা: নিরাশাহরণ নস্কর, ইন্দিরা পল

"নবপ্রভাত" রজতজয়ন্তী স্মারক সম্মাননা ২০১৮ এর জন্য পত্র-পত্রিকা আহ্বান

ছবি
"নবপ্রভাত" রজতজয়ন্তী বর্ষ উদযাপনে আমরা নির্বাচিত কিছু পত্র-পত্রিকাকে স্মারক সম্মান জানাতে চাই। সম্পাদক মহাশয়গন আপনাদের পত্রিকার ২০১৭-১৮তে প্রকাশিত সংখ্যা পাঠান। সঙ্গে পত্রিকার সংক্ষিপ্ত লড়াই সংগ্রামের ইতিহাস জানান। শুধুমাত্র প্রাপ্ত পত্রিকাগুলির মধ্যে থেকে আমরা কয়েকটিকে সম্মান জানাবো কলকাতার কোন হলে আয়োজিত অনুষ্ঠানে। আমন্ত্রণ পাবেন সকলেই। পাশাপাশি প্রাপ্ত সমস্ত পত্রিকার উল্লেখ থাকবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। সকলের সহযোগিতা একান্ত কাম্য। Last date: 31 July 2018 ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নবপ্রভাত, ইন্দিরা পল্লি, আরামবাগ, হুগলী, পিনঃ ৭১২৬০১ কথা+হোয়াটসঅ্যাপঃ   ৯৪৩৩৩৯৩৫৫৬

"নবপ্রভাত" রজতজয়ন্তী স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ আহ্বান

ছবি
"নবপ্রভাত" রজতজয়ন্তী বর্ষ উদযাপনে আমরা নির্বাচিত কবি-সাহিত্যিককে স্মারক সম্মাননা জানাতে চাই। 👉 শ্রদ্ধেয় কবি-সাহিত্যিকদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। 👉 শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি, ছড়াকার, গল্পকার, প্রাবন্ধিককে সম্মান জানিয়ে ধন্য হবো কলকাতার কোনো হলে আয়োজিত অনুষ্ঠানে ( ২ বা ৭ অক্টোবর ২০১৮)।  👉 আমন্ত্রণ পাবেন সকলেই। 👉 প্রাপ্ত সমস্ত গ্রন্থের পরিচিতি ও কিছু গ্রন্থের আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। 👉 আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। 👉 ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নবপ্রভাত, ইন্দিরা পল্লি, আরামবাগ, হুগলী, পিনঃ ৭১২৬০১ 👉Last Date: 31/07/2018   👉 কথা+হোয়াটসঅ্যাপঃ ৯৪৩৩৩৯৩৫৫৬

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪