কবিতা ।। মশালের রং তুলি ।। তূণীর আচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। মশালের রং তুলি ।। তূণীর আচার্য

মশালের রং তুলি 

তূণীর আচার্য 



এখনও কিছু সময় হাতে আছে
এখনও আগুন জ্বলছে ধিকি ধিকি
শুকতারাভোর এসেছে দরোজাতে
কী খবর এলো অতি সাম্প্রতিক 

ভাবতেই পারো কালো চিতাদের চোখে
অন্ধকারে হিংস্র লেজার আলো
অবচেতনের পোড়া গন্ধের আবহে
খবর এসেছে বসন্ত উৎসবের 

ভিজে পল্লবের কনসার্ট শোনে বনবাস
কাল কী হবে ? কী লেখে কারি পাতা ?
বিশ্বাসবারুদ কণ্ঠার কাছে আটকে
চারিদিকে আজ পাশবিক বনফায়ার

এখনও কিছু সময় পড়ে আছে
এখনও কিছু মশাল জ্বালানো বাকি
যেখানে যেখানে রাতের দেয়াল আঁকা
মুছে দিয়ে যাবে মশালের রং তুলি।
                    ____________


Name     : Tunir Acharya. 
C/O         : B.R.Bhattacharya. 
                  26/H, Gopal Mishra Road, Behala, 
                  Kolkata :700034.


















No comments:

Post a Comment