কবিতা ।। মায়াজাল ।। আরতি মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। মায়াজাল ।। আরতি মিত্র

মায়াজাল

আরতি মিত্র


জীবন এক অন্তহীন পথচলা
কখনও হৃদয়ে রঙের বাহার 
কখনও হিয়ার বর্ণহীন আর্তনাদ 
মনের কোণে হারাই হারাই ভাব   
শুধু কল্পনা আর বাস্তবে 
নেই যেন হারাবার ভয়। 

মনে সাতরঙা রামধনুর খেলা
বাস্তবে এই আছে এই নেই 
মরীচিকার মায়া যেন সবই
জাদুকাঠির ছোঁয়ায় রূপকথা 
জীবন্ত রূপে এসে আনন্দ ছড়ায় 
ছুটে চলে যায় উন্মুক্ত বাতাসে 
ছায়ায় ছায়ায় স্মৃতির হাতছানি
চেনা অচেনার মৃন্ময়ী অবয়বখানি 
তৃপ্তি অতৃপ্তির বেড়াজালে 
খুঁজে ফেরে বাতাসেরা আর্তনাদের আড়ালে 
জ্যোৎস্নালোকিত নিশীথের গভীর দীর্ঘশ্বাস 
করুণ কান্নার রোল তটভূমির কিনারায়
বৃথাই শুধু কথার আশ্বাস।




আরতি মিত্র
267/3 Nayabad. Garia. 
Kol. 700094


No comments:

Post a Comment