গুচ্ছকবিতা || শিশির আজম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

গুচ্ছকবিতা || শিশির আজম

গুচ্ছকবিতা || শিশির আজম





পাগলামি


আপনি মন থেকে পাগলামি করুন
এটা ভাল
মানে গাণিতিক প্রক্রিয়ায়
প্রস্তুতি নিয়ে
যেটা করা হয় সেটা তো আর পাগলামি না

স্তরের পর স্তর পাথর সিমেন্ট বালি
সরে যায়
প্যালিওলিথিক গোৎূলি
সরে যায়
তারপর সমুদ্র
খনিজ
তারপর অগ্নুৎপাত

এটাকে আবার একাডেমিশিয়ানরা
পাগলামির চূড়ান্ত
মানে অপরাধ হিসেবে
গণ্য করেন



ভালবাসাকে ভালবাসা উচিৎ


ভালবাসা অবশ্যই ছাড়িয়ে যাবার ক্ষমতা রাখে
কোন শহরের জৌলুসকে
বা
ভালবাসার চিরকালীনতাকে ম্রান করতে পারে না
উৎকৃষ্ট কোন গথিক স্থাপত্যও
তো
অনেক কিছু বাকি
আর ভালবাসা রয়েছে তোমার পেন্সিলের ডগায়
যা সার্বভৌম একটা স্কেচ হয়ে উঠতে চায়ছে তোমার বাঁধানো খাতায়



টেবিলে মরা মাছি


সন্ধ্যার ক্যাফেতে আমরা দু'জন সামনাসামনি বসা
টেবিলে দু'কাপ কফি
ধোঁয়া
আর এক মরা মাছি আমার কফির পাশে

ওই মাছি এলো কোথা থেকে
কে ওকে টেবিলে রেখে গেছে
ও কি ঘ্রাণ নিচ্ছে আমার কফির
আচ্ছা মরা মাছিদের ঘ্রাণশক্তি না কি মারাত্মক




পার্টির তেইশতম কংগ্রেস


তারা কেন তিন সপ্তাহ হাসে না
তারা কেন তিন সপ্তাহ কাঁদে না
তারা কেন তিন সপ্তাহ হাগু করে না
তারা কেন তারাগুলারে আর মৌমাছিভর্তি জাহাজগুলারে ফিরাও দেখে না

২৩ মার্চ
ন্যাশনাল কংগ্রেস আহবান করা হইছে
সবগুলা বিষয়ই
সর্বোচ্চ গুরুত্ব দিয়া আলোচনা করা হবে

তার আগে
তোমাদের বার্নিশ করা নাদুসনুদুস মাথাগুলারে
যত্রতত্র
এই যেমন রাতের ক্যাফেতে
শপিংমলে
মেট্রোস্টেশনে
অসাবধানে ফাইলে আইসো না
পরে গিয়া দেখবা ওগুলা আর সেই মাথা নাই
অথবা কোন মাথাই নাই
যেগুলা নিয়া দিনের পর দিন তোমাদের এতো ভোগান্তি



আমাদের আইসবার্গ


'আমরা প্রত্যেকে একেকটা আইসবার্গ,'
আমি বললাম।

ঘরের ভিতর এসে
ঘুরে ঘুরে
বাতাস
সবকিছু দেখে নেয়।

হয় তো বালিশের কোণে
বা জানালায়
পড়ে আছে একাকী অসুখী শ্বাস।

আমরা যা লিখছি তা কি কবিতা
না নিছক কাটাকুটি?

'আমরা বাঁচতে চাই,' তুমি বললে।
তাহলে আইসবার্গ?
এসো ওদের আমরা ধ্বংস কামনা করি
ওদের অস্বীকার করি
অবশ্যই
একদিন ওরা নিঃশেষ হবে
আমাদের থাকবে
সমুদ্র।



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

শিশির আজম

Shishir Azam

জন্ম : ২৭ অক্টোবর, ১৯৭৮

জন্মস্থান, বর্তমান ও স্থায়ী ঠিকানা : 
                     এলাংগী, কোটচাঁদপুর
                     ঝিনাইদহ -৭৩৩০
                     বাংলাদেশ



বাংলা কবিতায় Tea Poetry Movement এর উশকানিদাতা

কাব্যগ্রন্থসমূহ :
ছাই (২০০৫)
দেয়ালে লেখা কবিতা (২০০৮)
রাস্তার জোনাকি (২০১৩)
ইবলিস (২০১৭)
চুপ (২০১৭)
মারাঠা মুনমুন আগরবাতি (২০১৮)
মাতাহারি (২০২০)
টি পোয়েট্রি (২০২০)
সরকারি কবিতা (২০২১)
হংকঙের মেয়েরা (২০২২)
আগুন (২০২৪)
চা কফি আর জেনারেল কানেকটিভিটি (২০২৪)
সন্ধ্যায় তিমিমাছ (২০২৫)

প্রবন্ধ :
কবির কুয়াশা (২০২৫)

No comments:

Post a Comment