গায়ের গন্ধ
উদয় নারায়ণ বাগ
যতই তোমরা ভালোবেসে
করো আদর-যতন,
আমি কিন্তু নইকো দামি
হীরের মতো রতন।
সহজসরল ভাবনা আমার
খুবই নরম ভঙ্গি,
ভেবে নিতে পারবে না তো
তোমাদেরই সঙ্গী।
দেখতে আমি ব্রহ্মদৈত্তি
এবড়োখেবড়ো গুমরা,
খুড়োর কলের মতই শরীর
চক্ষু জোড়া কুমড়া।
ভবঘুরে দীনদরিদ্র
বোম ভোলানাথ ঢঙটা।
ভাতের হাঁড়ির তলার মতো
বদনখানির রঙটা,
তেলা মাথায় তেল মাখি না
ঘেমে ঝরে তৈল,
শীতের রাতে কুজ্ঝটিকায়
মাখি হিমশৈল।
এসব জেনে এবার বলো
আমি কেমন ব্যক্তি?
গায়ের গন্ধে ভালোবাসার
হারিয়ে যাবে যুক্তি।।
===========
উদয় নারায়ণ বাগ
গ্রাম নোয়াডিহি
পোস্ট রাঙ্গা
থানা হিড়বাঁধ
জেলা বাঁকুড়া
পিন-৭২২১৩৬
No comments:
Post a Comment