Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি



লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

(লেখক ও সম্পাদকীয় দপ্তরের কথোপকথন আকারে)


--কী পত্রিকা?

--নবপ্রভাত।

--মুদ্রিত না অনলাইন?

--মুদ্রিত।

--কোন সংখ্যা হবে এটা?

--বইমেলা 2024।

--কোন কোন ধরনের লেখা থাকবে?

--প্রবন্ধ-নিবন্ধ, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া।

--বিশেষ কোন বিষয় আছে?

--না। যে-কোন বিষয়েই লেখা যাবে।

--শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন আছে?

--না। নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা 12-14 লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি 200/250শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়।

--ক'টি লেখা পাঠাতে হবে?

--মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো।

--ফেসবুক বা অন্য কোন প্লাটফর্মে প্রকাশিত লেখা কি পাঠানো যাবে?

--না। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে।

--পত্রিকা কোন সময়ে প্রকাশিত হবে?

--জানুয়ারি 2024-এর দ্বিতীয় সপ্তাহে।

--লেখা পাঠানোর শেষতারিখ কত?

-- 17 ডিসেম্বর 2023।

--কীভাবে পাঠাতে হবে?

--মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে।

--লেখার সঙ্গে কী কী দিতে হবে?

--নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।)

--বিশেষ সতর্কতা কিছু ?

--১)মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা 2024-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # * ) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'।

--কোন মেল আইডিতে পাঠাতে হবে?

--printednabapravat@gmail.com

--লেখা পাঠালে প্রাপ্তিসংবাদ পাবো কি?

--অবশ্যই পাবেন। না পেলে জানবেন আপনার লেখা আমরা পাইনি।

--লেখার মনোনয়ন সংবাদ পাবো কীভাবে?

--আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, whatsapp গ্রুপে নির্বাচিত লেখকতালিকা প্রকাশিত হবে। প্রত্যেককে আলাদা আলাদা মেলে জানানো সম্ভব নাও হতে পারে।

--নির্বাচিত লেখকতালিকা কবে নাগাদ প্রকাশিত হতে পারে?

--জানুয়ারি ২০২৪-এর প্রথম সপ্তাহে।

--প্রি-বুকিংয়ের কোন ব্যাপার আছে?

-- একেবারেই না।

--লেখা নির্বাচিত হলে, লেখক কি সৌজন্য সংখ্যা পাবেন?

--লেখা নির্বাচিত হলে লেখককে এককপি সৌজন্য সংখ্যা দেওয়া হয়। সঙ্গে পত্রিকার স্বার্থে অতিরিক্ত অন্তত এককপি মুদ্রিত মূল্যে কিনে নেওয়ার (বা কাউকে দিয়ে কেনানোর) অনুরোধ থাকে।

--পত্রিকা (সৌজন্য সংখ্যা ও অতিরিক্ত কপি) কোথায় পাবো?

--পত্রিকা দপ্তর ছাড়াও বারুইপুর, সোনারপুর, যাদবপুর, ডালহৌসি, ডায়মন্ড হারবার থেকে পত্রিকা হাতে হাতে সংগ্রহ করে নিতে পারবেন।

কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় আমাদের টেবিল থেকে নিতে পারবেন। 

কলকাতা বইমেলায়ও রাখার ব্যবস্থা থাকে।

(এছাড়া ধ্যানবিন্দুতে পাবেন, কিন্তু সেক্ষেত্রে সৌজন্য সংখ্যা পাবেন না।)

--যদি ডাকযোগে পেতে চাই তাহলে?

--দেখুন, এখন সাধারণ ডাকে বহু পত্রিকা পথহারা হয়, তাই সাধারণ ডাকে পাঠানো সম্ভব নয়। আর রেজিস্ট্রি পোস্টে বা ক্যুরিয়রে  নিলে ডাকখরচ আপনাকে বহন করতে হবে।

--পত্রিকার মুদ্রিত মূল্য কত হতে পারে? 

--গতবছর ৮০পৃষ্ঠার পত্রিকা হয়েছিল। মুদ্রিত মূল্য ছিল ৮০টাকা। এবারেও তেমন হওয়ার সম্ভাবনা বা সামান্য বাড়তে পারে।

--প্ৰয়োজনে কোথায় যোগাযোগ করব?

--নিরাশাহরণ নস্কর (সম্পাদক),

মোঃ 9433393556 (call & whatsapp)

--পত্রিকা দপ্তর?

রেজিঃ দপ্তর : ধনপোতা, মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনা, ৭৪৩৩৫৫ 

শহর-দপ্তর : শরৎ পল্লি, উকিল পাড়া, বারুইপুর, কলকাতা ৭০০১৪৪

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত