Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

রম্যগল্প ।। বুক খোলার কথা ।। প্রদীপ কুমার দে


বুক খোলার কথা

প্রদীপ কুমার দে


--  ডাক্তার কি বললে?

আমি ওর ঝাড় খাওয়া স্বামী! স্বামী নয় একেবারে আসামী। তাই সুযোগ পেয়ে গেলাম। হয়েছে পেটের রোগ আমি শোধ নিতে ওর বুকে চড়ে পড়লাম।
 
সব সময় কথাগুলো খারাপ ভাবে কেন নেন?
সবেতেই সেক্সুয়াল সুড়সুড়ি খোঁজেন?
পারেন বটে!

চুপ করে থাকায় রাগী বউ আমার শরীরে ঘন হয়ে  ভয় পেয়ে গেল, আশঙ্কায়,
--  কি হল চুপ মেরে গেলে কেন? কোন খারাপ কিছু?

আমি তৈরী,
--  হ্যাঁ তা কিছুটা। তবে অতোটাও নয়। তোমার বুক খুলে সারাতে হবে, এই আর কি?

--  কি অসভ্যের মত কথা এই বয়সে? 

--  ডাক্তারের কথা, আমার নয়।

--  পেটের ব্যাথা আর ডাক্তার বুক দেখবে?

--  আগে সব কথা শোনোতো?

বউ রেগে খুন। চোখে বহিঃপ্রকাশ হল,
--  তা এতক্ষণ কি বলছিলে?

--  আমি তো বলতে চাইছি। কষ্টে আছি তাই পারছি না।

বউয়ের হাল ঘুরিয়ে দিলাম। নিমেষে শুকিয়ে গেল রাগ। লতিয়ে ঝুলে রইল।
আমি খোলসা করে দিলাম,
--  তোমার ওপেন হার্ট সার্জারী করতে হবে।

--  কি বলছো? ইয়ার্কি হচ্ছে?
বউ ফোঁস করে উঠলো।

--  ডাক্তারের কাছে যাও।

বউ চুপসে গেল,
--  সে কি কথা ? কি করে হয়?

আমি এবারে আবার হাল ঘোরালাম,
--  ডাক্তার বললে যাদের বুকে কষ্ট জমা হয়ে থাকে তাদের তা পেটে গিয়ে জমা হতে থাকে। যে সব মহিলারা পেটে কথা জমা রাখতে পারে না তারা বেঁচে যায়, আর যারা এইসব কথা কাউকে বলতে পারে না তাদের এই দুঃখ বুকেই ফিরে যায় আর রোগ বাঁধায়।

বউ শিক্ষিত কিন্ত ফেসবুকের ভিডিও'র অণুপ্রেরণায় আসক্ত। কি বুঝলো জানি না। 
--  সত্যি অপারেশন করতেই হবে। আমি ওসব করাবো না, যা হবার হোক। আমি বিশ্বাস করি না। সব টাকা কামানোর চাল।

--  ঠিক! একেবারেই ঠিক বলেছো। আমিও রাজী নই। যা হবার হোক। এসপার নয় উসপার!

বউ বদলে যাচ্ছে,
--  মানে? কি বলতে চাইছো?

আমি মান্না দের জনপ্রিয় গানটি গেয়ে উঠলাম,
" যদি কাগজে লেখো নাম
  সে নাম ছিঁড়ে যাবে ....
  যদি পাথরে লেখো নাম
  সে নাম ক্ষয়ে যাবে ....
  যদি হৃদয়ে লেখো নাম
  সে নাম রয়ে যাবে ...."

বউ ভীত, চিন্তিত আমার কথায় আর ব্যবহারে আবার তায় উত্তেজিত, 
--  মানে?

--  মনে পড়ে? পঁয়ত্রিশ বছর আগে যখন প্রেম করতাম? একদিন মাঠে আমাকে ভালোবেসে আমাকে জড়িয়ে ধরে বলেছিলে, 
--  'তোমাকে আমার হৃদয়ে স্থান করে দিয়েছি ...'
সেই হৃদয় আমি কাটতে অনুমতি দেবো?
আমি কি পাগল?
 
------



PRADIP KUMAR DEY
Birati Housing Estate
LIG - 9
M.B.ROAD.
NIMTA
KOLKATA - 700 049
West Bengal
INDIA

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩