অবিশ্বাস
পিন্টু কর্মকার
পৃথিবীতে কখনও সত্যি বিশ্বস্ত ও ভালোবাসায় আলোকিত মানুষই
কারও কারও অনেক অবহেলা আর তুচ্ছ -তাচ্ছিল্যের
শিকার!যতই বলা হউক না কেন বাইরেটা নয়, ভেতরটাই মানুষের আসল পরিচয়, কিন্তু বাস্তব অন্যরকম…
তেলির মা হিনকে ছাই ফেলা ছেলে না ভাবলেও সোনা গুরুত্ব দিয়ে দেখতো না ;তেলিও হিনের ওর বাড়িতে যাওয়া খুব একটা সরল কোণে মনের খাতায় নিতো না; কারণ তার অর্থনৈতিক গ্রাফরেখা অনেকটা আনুভূমিক…
হিন যে তেলিকে পছন্দ করতো তা বুঝলেও ও মনে কখনও অনুভূতির আগুন জ্বালায়নি!তেলির মা দাঁত বের করা টক হাসি দিয়ে বলতো, "তোক পটাবার চায়! খবরদার ওরকম বেন্নার ঘরে তোর বিয়া দিবো না; অয় সরকারি চাকরি পাবে!টাকা ছাড়া এখন সরকারি চাকরি হয়!"
তেলির বাবা না থাকলেও ওদের সম্পত্তির অঙ্ক অনেকটা বলেই অহংকারের জায়গাটা পাহাড়ের মতোই…
ভারতীয় পারমাণবিক বিভাগের চাকরির ফাইনাল মেরিট লিস্টে নাম ওঠার পর, হিন দুই তিনবার তেলির বাড়িতে যায়…কিন্ত তেলির মা ও তেলির একশো শতাংশ সীল মারা বিশ্বাস যে হিনের কোনো সরকারি হয়নি!ওদের মনে শেকড় ছড়ানো একটাই ধারণা ছিল যে তেলিকে পাওয়ার জন্য হিনের যত কাগজে গল্প…
না, হিনের একমুখী চেষ্টায় তেলি ওর জীবন -বৃত্তে আসেনি!যখন বিশ্বাসের বৃক্ষ গড়ে ওঠে ওদের মনের মাটিতে, যে হিন সত্যি সত্যি সরকারি চাকরি পেয়েছে, তখন তেলি অন্যখানে বিয়ের অর্ধেক রাস্তা পাড় করে ফেলে…
-------------------------
Pintu karmakar, kasba, Tapan, Dakshin Dinajpur, 733127,West Bengal, India, 9547688761
No comments:
Post a Comment