দুটি অণুগল্প ।। রথীন পার্থ মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, December 19, 2023

দুটি অণুগল্প ।। রথীন পার্থ মণ্ডল

দুটি অণুগল্প


রথীন পার্থ মণ্ডল 


১. অপেক্ষা


দীপাবলির আলোয় চারিদিক আলোকিত। মা শ্যামার আরাধনায় মেতেছে সমস্ত সংসার। তবুও আঁধার আজও ঘোচেনি অরিজিৎবাবুর ঘরে। কোনো এক দীপাবলির সময়ে দীপাবলি হারিয়ে গেছে তাঁর জীবন থেকে। আজও তার ফেরার অপেক্ষায় আছেন তিনি।
 
 




২. আজও তার খোঁজে


মুন্নি... মুন্নি... বলে চেঁচিয়ে মুন্নির খোঁজে ছুটে চলেছে মুন্নির মা। বছর দুয়েক আগে কোনো এক দীপাবলির রাতে মুন্নিকে তুলে নিয়ে গিয়েছিল হাঙরের দল। সেই থেকে মুন্নির খোঁজে ছুটেই চলেছে মুন্নির মা।
 
--------------------

রথীন পার্থ মণ্ডল
শশীভূষণ বোস রোড
রাধানগর পাড়া
পূর্ব বর্ধমান
৭১৩১০১

No comments:

Post a Comment