Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

একজন টুম্পার গল্প ।। চিত্তরঞ্জন সাহা চিতু



একজন টুম্পার গল্প

চিত্তরঞ্জন সাহা চিতু

 
ঠিক দুপুর বেলা। যখন কথাসাহিত্যিক শরৎচন্দ্রের কাশীপুর গ্রামে পৌছাই  তখন আমার চোখ দু'টো থমকে দাঁড়ায়। গাড়ি থেকে নামতেই চোখ পড়লো ৮/৯ বছরের এক শিশুর ওপরে। হাড় লিকলিকে ঐ শিশুটি জানি না ক' দিন তার পেটে ভাত পড়েনি। দেখলে মনে হয় সে যেন অসুস্থ। এই শরীরে তার ছোট ভাইকে কোলে করে দাড়িয়ে আছে। মনে হচ্ছিল সে যেন গাড়ি দেখেনি। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে আমাদের দিকে। তাকে দেখে হৃদয়কে কষ্টে নাড়া দেয়। বললাম তোমার নাম কি? সে বললো টুম্পা। তোমাদের বাড়ি কোথায়? ঈশারা করে দেখায় ঐ তো।চলো যায় তোমাদের বাড়িটা দেখে আসি। তাজ্জব ব্যাপার।

ভাঙা ঝুপড়ি ঘর। মাথা নিচ করে ঘরে ঢুকতে হয়। আলোর দেখা নেই। ভুতুরে পরিবেশ।  জিজ্ঞেস করলাম তোমার বাবা কি করে। বলতেই হাউ মাউ করে কেঁদে ওঠে টুম্পা। কি ব্যাপার বলোতো। আজ থেকে এক বছর আগের ঘটনা। বাবা মার সাথে আমিও ছিলাম। নানীর বাড়ি যাওয়ার জন্য রাস্তায় গাড়ির অপেক্ষা করছিলাম। কিন্তু বিধির বাম। কোথা থেকে এক ঘাতক ট্রাক এসে বাবাকে চাঁপা দেয়। বাবা ঘটনাস্থলে মারা যায়।


মা কাঁন্নায় ভেঙে পড়ে। যেন পাগল হয়ে যায়। তখন ছোট ভাই পেটে। কি করবে মা।আস্তে আস্তে দিন মাস ও বছর চলে যায়। শেষ পর্যন্ত মাকে সংগ্রামে নামতে হয়। আমার লেখা বন্ধ হয়ে যায় । ছোট ভাই কে কোলে নিয়ে বাড়িতে থাকতে হয়। মা এখন কয়েকটি বাড়িতে ঝিয়ের কাজ করে। তবু তিন বেলা ভাত জোটে না। কষ্টে চলে দিন।


টুম্পা আবেগ কন্ঠে বলে, জানেন স্যার আমার লেখাপড়া  করতে ইচ্ছে হয়। গরীব তো, ইচ্ছে স্বপ্নই থেকে যায়। পুরন হবে কি করে। মানুষের সব ইচ্ছে তো পুরন হয় না।


সাংবাদিককতার জন্যই এখানে আসা। সংক্ষিপ্ত সফর শেষ হয়ে আসে। চলে আসতেই টুম্পা বললো, স্যার বহুদিন লজেন্স খায়নি। দেবেন স্যার? এই মুহুর্ত্তে আমার ছোট বেলার কথা মনে পড়ে যায়। আমিতো লজেন্সের জন্য বাবার কাছে বায়না ধরতাম।  সব যেন ওলট পালট হয়ে যায়। বেশ কিছু লজেন্স আর কিছু টাকা টুম্পার হাতে দিয়েই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বিদায় নিই । আর দেখা হবে কিনা কে জানে। জানি না টুম্পা এখন কেমন আছে।


চিত্তরঞ্জন সাহা চিতু
বড় বাজার,চুয়াডাঙ্গা
মোবাইল ০১৮১৮-৩৪৩৯৩৬
লেখক: সাংবাদিক, সাহিত্যিক ও ছড়াকার।
















মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত