পোস্টগুলি

সংগৃহীত লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

প্রসঙ্গ ভাদুগান : দার্শনিকতার প্রেক্ষিতে // উপানন্দ ধবল

ছবি
প্রসঙ্গ ভাদুগান : দার্শনিকতার প্রেক্ষিতে – উপানন্দ ধবল  ভাদু মূলত লোকদেবী। ভাদুগীত ও নৃত্যকে আশ্রয় করে দক্ষিণ-পশ্চিম বাংলার বাউরি, বাগ্দি, মাহাত, কুম্ভকার, মাল, মাহালী, কুড়মী, সাঁওতাল প্রভৃতি প্রান্তিক সম্রদায়ের মানুষেরা ভাদ্র মাসের পয়লা (১ তারিখ) থেকে সংক্রান্তি অর্থাৎ সমগ্র ভাদ্রমাস জুড়ে যে লোকোৎসব পালন করে, তা-ই হল ভাদু-পরব। ভাদু গানের এলাকা : পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম সীমান্ত অঞ্চল তথা মানভূম হল ভাদু গান ও উৎসবের প্রধান ক্ষেত্রভূমি। বর্তমানে পুরুলিয়া জেলার কাশীপুর, মানবাজার, হুড়া, বলরামপুর, বান্দোয়ান, পাড়া প্রভৃতি অঞ্চলে বাঁকুড়া জেলার দক্ষিণ-পশ্চিম অংশ যেমন তালডাংরা, সিমলাপাল, সারেঙ্গা, রায়পুর, মটগোদা, রাণীবাঁধ, খাতড়া প্রভৃতি অঞ্চলে, বর্ধমানের পশ্চিম অংশে, পশ্চিম মেদিনীপুর,  ঝাড়গ্রাম জেলা, ঝাড়খণ্ডের সিংভূম, রাঁচী  ও হাজারীবাগ জেলার কিছু অংশ ছাড়াও বীরভূম জেলায় ভাদুগান প্রচলিত।  ভাদুগানের উৎস ও নানা কিংবদন্তি : ভাদুগানের উৎস সম্পর্কে নানা কিংবদন্তি ও মতামত প্রচলিত আছে। এগুলির মধ্যে ব্যক্তিকেন্দ্রিক, কালকেন্দ্রিক ও ফসলকেন্দ্রিক নামকরণই ব্যাপক প্রচলিত। কারো কারো মতে ভাদোই ফসল থেক

কবিতা ।। আকাশ চোর ।। রতন তনু ঘাঁটি

 আকাশ চোর  রতন তনু ঘাঁটি পরীক্ষা শেষ এবার হাতে মাস খানেকের ছুটি বাবা বললেন মাকে ডেকে, এবার চলো উটি  আমি বললাম, না না বাপি  উটি  অনেক দূর  এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্দুর  কোথায় সেটি, বাবা বললেন, বল না দেখি খুঁজে আমি বললাম, বলতে পারি এক্ষুনি চোখ বুজে  হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম  সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুরটিয়া গ্রাম বাবা বললেন, ওহ সে তোর ছোট পিসির বাড়ি আমি বললাম, এই ছুটিতে সেখানে যেতে পারি!  বাবা তখন মাকে ডাকলেন, কই গো এসো, শোনো দোলার বাড়ি লম্বা ছুটির মানে নেই তো কোনো   ওরাই যাক না দু'ভাই বোনে আসুক ঘুরে টুরে   ওদের নিতে ডেকে পাঠাই টুকাই কুংকুরে বোন বলল, নদী পেরোনো  হাটু ভর্তি কাদা? আমার যেতে ইচ্ছে তো নেই যাক না একা দাদা  ওরা যখন ছুটবে মাঠে বিল্টু ও  বঙ্কুতে  আমি তখন থাকব ডুবে ফেলুদা শঙ্কুতে  অনেক টানাপড়েন শেষে ট্রেনের পরে বাসে  নেমেই দেখি হলদি জলে মেঘরা ভেসেআসে একটু পরে তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি   ওমা ওই তো রঙে রঙে দোল খেলছে বুঝি  লঙ্কা জবার ঝোপটা গেল অন্ধকারে ছেয়ে  ছড়া পড়ছে জোনাক পোকার ছোট্ট ছেলে মেয়ে সকালবেলা ছুট পাইপাই মস্ত বড় মাঠ  মাঠ পেরিয়ে বনে গিয়েই

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪