জ্যান্ত ভূত
প্রবোধ কুমার মৃধা
চিন্তা সবার মনে
ভাবনাটা ন্যায্য।
জ্যান্ত ভূতের দলে
ভরে গেছে রাজ্য।
পথে-ঘাটে অনাচার
করে দিন-দুপুরে
রেহাই পায়না নারী
অনাথ বা আতুরে।
ট্রেনে-বাসে লাগাতার
করে চুরি ছিনতাই
বাবু বেশে মিশে থাকে
চেনার উপায় নাই।
বারোমাস উৎপাত
করে হাটে-বাজারে
পুজো এলে জড়ো হয়
কলকাতা শহরে।
_______
No comments:
Post a Comment