বৃষ্টি বিষয়ক দুটি কবিতা ।। আবদুস সালাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

বৃষ্টি বিষয়ক দুটি কবিতা ।। আবদুস সালাম


বৃষ্টি বিষয়ক দুটি কবিতা ।। আবদুস সালাম


বৃষ্টির স্বরলিপি


নির্জন মেঘের মাথায় বৃষ্টির কুঁড়ি ফোটে 
 কদম ফুলের জ্যোৎসনায় ভরে  বর্ণমালার আকাশ 
চলকে ওঠে  যৌবন 
 অনিয়ন্ত্রিত ঢেউ ওঠে 

 প্রাগৈতিহাসিক বৃষ্টিতে ভিজে  বাল্য প্রেমের ইতিহাস
 শরীরে কড়া নাড়ে অন্তহীন  অসংবিধানিক  ধৃষ্টতা
আশ্রয় খুঁজি বৃষ্টির  মোহনায়

বাতাসের দরজায় কড়া নাড়ে আচ্ছন্ন মেঘ

 বিদ্যুতেরা চমকায়
 বুকে  লিখে নিই প্রেমের বারতা
 সহজিয়া মায়াগুলি সাজায় কাগজের নৌকা   
  আত্মার সীমানায় বাঁশি বাজায় অনির্ণেয় সময়  
নেচে ওঠে অচৈতন্য  বাস্তব 

বর্ষা মঙ্গল



কিছু বিড়ম্বনা ব‍্যাখ‍্যাহীন হয়ে যায়
বোঝাতে পারিনা নিজেকে
হাওয়া বদল হয়
অসহানুভূতির পাষাণে নিস্ফল আক্রোশ মাথা কুটে 

নৈঃশব্দের ডাকে চেতনা হারিয়ে যায়
সংকীর্ণ হয় আকাশ
দিন দিন আত্মমগ্নতা ডানা মেলে
ঝোপবুঝে কোপ মারে পিউরিট্যান নৈতিকতা

নিজস্ব বাগানে এঁকে দিই চুম্বন
অনাবৃত সুখ আদীষ্ট হয় বারবার
লকডাউনের শরবত  এখন লোকে খাচ্ছে খুব
বৃষ্টি ভেজা মাঠ
নিঃশব্দে খেলা করে কেঁচোর দল
মুখোশের ভিতর থুতু গিলে ফেলি__
ব‍্যাখ‍্যাহীন হয়ে যায়

অস্ফুট ছায়ায় বিড়ম্বনা গুলো আঁশটে গন্ধ মাখে
ভাষার সমুদ্রে ওঠে ঝড়
বদলে যায় জীবনের ভাষা
আত্মকেন্দ্রিক নীরবতা চেয়ে দেখে শাব্দিক উঠোন

জলতরঙ্গে বেজে ওঠে বিষাদের সুর
নির্বেদ বিশ্বাস মুখ থুবড়ে পড়ে
অদৃশ্য ভাবনার যুগকথা লিখে রাখি
শূন্যতা গিলে খায় 
চৈতন্যের হাওয়ায় নিরুচ্চারিত জলাশয়ে ডুবে যায় মৃত্যু কথা

সংসারে অনিমেষ বৈরাগ্য বেহালা বাজায়
চৈতন্য ভোঁতা হয়
পেঁচারা ডেকে ওঠে
অসহায়ত্বের সমাধি হয়
হয়তোবা   এজন্য প্রেমিক প্রেমিকা বাড়ি পালানোর দায়ে ঝুলে পড়ে গাছে

প্রেমের জলতৃষ্ঞা আঁকা পাড়া মহল্লার ক‍্যানভাসে
ক্লান্ত ছায়া পড়ে দীঘির জলে
বিমর্ষ বাউল বিড়ম্বনার সুর তুলতে চেষ্টা করে ছিন্ন একতারার তারে
এভাবেই কিছু কিছু বিড়ম্বনা ব‍্যাখ‍্যাহীন হয়ে যায়।

সময় গড়িয়ে যায়
কৃষ্ণ চূড়া ডালে ডালে আঁকে প্রেমের বিজ্ঞাপন
চেতনা মিশে যায় আষাঢ়ের রঙে
থেকে থেকে ঝিলিক মারে সহবাস কথা

###

আবদুস সালাম 
প্রয়াস শ্রীকান্তবাটি মাদারল্যান্ড 
ডাক রঘুনাথগঞ্জ 
মুর্শিদাবাদ৭৪২২২৫

No comments:

Post a Comment