ছড়া ।। আষাঢ়ের গল্প ।। নজমুল ইসলাম খসরু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

ছড়া ।। আষাঢ়ের গল্প ।। নজমুল ইসলাম খসরু

আষাঢ়ের গল্প

নজমুল ইসলাম খসরু 


অঝোর ধারায় বৃষ্টি নামে 
এলো আষাঢ় মাস,
ডুবে গেছে ক্ষেতের ফসল 
ভাসলো মাছের চাষ।

উজান ঢলে বাড়ছে পানি 
ভরছে পুকুর নদী, 
বাড়ি ঘরে ঢুকবে পানি
একটু বাড়ে যদি ! 

ঝাপটা ঝড়ে যাচ্ছে উড়ে 
কাঁচা ঘরের চালা,
এই বুঝিবা মাথার উপর 
পড়লো গাছ পালা ! 

আষাঢ় শেষে কমবে পানি
কষ্ট হবে শেষ, 
দুঃখ সুখের  চক্রে বাঁধা
ষড় ঋতুর দেশ।

--------------------- 

নজমুল ইসলাম খসরু 
লাউয়াই, দক্ষিণ সুরমা, সিলেট। 



No comments:

Post a Comment