কবিতা ।। আমার বন্ধু ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। আমার বন্ধু ।। দীনেশ সরকার

আমার বন্ধু 

দীনেশ সরকার

 

বন্ধু আমার চতুর্দিকে, বন্ধু অনেক আছে

সেই তো বন্ধু বিপদে যে দাঁড়ায় এসে কাছে।

বন্ধুর কাছে অকপটে মনের কথা বলি

 অনায়াসে বন্ধুর পথে হাতটি ধরে চলি।

 

 পিতা-মাতার মতন বন্ধু জগতে আর নাই

কৈশোর কালের বন্ধুর মত বন্ধু কোথায় পাই?

যৌবনে পাই জায়া বন্ধু সংসারতরী বাইতে

উজাড় করে দেয় নিজেকে জীবন সংগীত গাইতে।  

 

মুখোশধারী বন্ধু অনেক চিনতে পারা দায়

সুযোগ পেলেই আঘাত করে, বুকে ছুরি বসায়।

অনেক বন্ধু কাছে এসেও দূরে যায় হারিয়ে

একটু হলেও তারা আমার মনকে দেয় নাড়িয়ে।

 

এ ছাড়াও বন্ধু আমার পত্র-পুষ্প বৃক্ষলতা

অবাধে শ্বাস নিই যেখানে নেই যে কৃপণতা।

বন্ধু আমার আকাশ বাতাস বন্ধু যে মেঘ-বৃষ্টি

যাদের দয়ায় শস্য-শ্যামল এই ধরণীর সৃষ্টি।

 

মিনি-ভুলো বন্ধু আমার বিশ্বাসে ভরপুর

প্রভুভক্তি দেখলে ওদের দুঃখ যে হয় দূর।

বন্ধু আমার পাহাড়-নদী, মাটির কাছে আছি

এত বন্ধুর মাঝে আমি আনন্দেতে বাঁচি।

 

*********************************************

দীনেশ সরকার

১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,

প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর ---- ৭২১৩০৬


No comments:

Post a Comment