পোস্টগুলি

৩৫তম সংখ্যা: মাঘ ১৪২৭ জানুয়ারী 2021 লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

প্রবন্ধ ।। 'সন্দেশে'র সন্দেশ ।। রমলা মুখার্জী

ছবি
'সন্দেশে'র সন্দেশ  রমলা মুখার্জী উপেন্দ্রর 'সন্দেশ' সৃষ্টি বড়ই তাহা মিষ্টি, পিতার পরে সুকুমারের সজাগ তাতে দৃষ্টি। ছবি, ছড়া, গল্প মজায় অনবদ্য সৃষ্টি- সত্যজিতের 'সন্দেশে' গল্পমালার বৃষ্টি। বিখ্যাত শিশু-কিশোর সাহিত্য পত্রিকা 'সন্দেশে'র প্রতিষ্ঠাতা-সম্পাদক হলেন স্বনামধন্য শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। সার্থক শিশু-শিল্পী অনুভব করেছিলেন বাংলাতে শিশু সাহিত্য অবহেলিত তাই তিনি শুধু ছোটদের বই লিখে ও তার উপযোগী মজার ছবি এঁকেই ক্ষান্ত হলেন না, ছোটদের বই প্রকাশেও ব্রতী হলেন। প্রতিষ্ঠা করলেন 'ইউ রায় এন্ড সন্স' নামে উন্নত এক ছাপাখানা। তাঁর এই ছাপাখানা থেকেই ১৯১৩ খ্রীষ্টাব্দে বাংলার শিশু কিশোরদের জন্য প্রকাশিত হল তাঁরই সম্পাদনায় মাসিক পত্রিকা 'সন্দেশ'। পরে ১৯১৫ সালে তাঁর বড় ছেলে সুকুমার রায় 'সন্দেশে'র সম্পাদক হলেন। এই সময় 'সন্দেশ' ছড়া, ছবি, সাহিত্য, কমিকস ও পৃথিবীর সকল স্থানের নানা তথ্যে সমৃদ্ধ হয়ে উৎকর্ষতার শীর্ষে পৌঁছেছিল। ১৯২৩ সালে সুকুমার রায়ের পর তাঁর ছোট ভাই সুবিনয় রায় 'সন্দেশ' সম্পাদনার ভার নেন। কিন্তু দুঃখের বিষয়

প্রবন্ধ ।। করোনা আবহে পারিবারিক সম্পর্কে দূরত্ববৃদ্ধি ।। মনোজ মাইতি

ছবি
করোনা আবহে পারিবারিক সম্পর্কে দূরত্ব বৃদ্ধি মনোজ মাইতি পৃথিবীর মধ্যে উন্নত মস্তিষ্ক যুক্ত প্রাণী হল মানুষ । মানব দেহের সমস্ত কার্যকারিতা ও তাদের নিয়ন্ত্রণ স্নায়ুতন্ত্র দ্বারা সম্পন্ন হয়ে থাকে । দেশের বিভিন্ন প্রান্তে সীমানা যেমন প্রতিরক্ষা বাহিনী সর্বদা সক্রিয় বাহিরের শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য তেমনি মানবদেহে অবস্থিত অনাক্রম্যতন্ত্র দেহে বিজাতীয় বস্তু , বাহ্যিক বস্তু , ভাইরাস , ব্যাকটেরিয়া ইত্যাদির আক্রমণ থেকে দেহকে রক্ষা করতে সর্বদা প্রস্তুত থাকে কিন্তু দেহে অচেনা , অতি সক্রিয় কোন জীবাণু প্রবেশ করলে তাকে নষ্ট করা বা তার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গঠন করা খুবই কষ্টকর হয় যার পরিণতি বিভিন্ন রোগ , দুর্বলতা , অবশেষে মৃত্যু পর্যন্ত ঘটে থাকে । দুই হাজার কুড়ি সালে নভেল করোনা ভাইরাসের আক্রমণে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে অপ্রতিরোধ্য ভয়ঙ্কর আকার ধারণ করেছে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে মহ

কবিতা ।। কঞ্চি, কাক ও মরা কটাল ।। জগবন্ধু হালদার

ছবি
কঞ্চি , কাক ও মরা কটাল          -- জগবন্ধু হালদার বারান্দায় রোদ্দুর আসার আগে আলুথালু ইচ্ছেগুলো ভাঁজ করে দরজা খুলে দেখি ঊরু চাপড়াতে চাপড়াতে দড় কঞ্চিরা সর্পিল ধোঁয়ায় ভরে দিচ্ছে পূবদিক ঘাস ও লেবুর রং নিয়ে কচলাচ্ছে, মাঞ্জা দিচ্ছে এবং জিরজিরে আত্মার অহং নিয়ে তর্ক করতেই করতেই দাঁড়িয়ে মুতছে একসাথে পুরু ঠোঁটে নর্দমা-কুড়োনো শব্দের উষ্ণ স্রোত... আর ব্যাকগ্রাউন্ডে কারা যেন বগল বাজিয়ে তাতিয়ে দিচ্ছে আঁচ কাকের সাথে কোকিল, ছাতার, শালিখও আসে তীব্র গন্ধ পেয়ে ছড়ানো সাদা ভাত শুকোয় ডাঙায় যারা ভোরের হিমে ভিজতে চেয়ে কলতলায় চাবি দিয়েছিল রক্তবমি ধুয়ে যারা বিছিয়ে দিয়েছিল বিশুদ্ধ আসন যাদের হাতে-পায়ে তিজেল হাঁড়ির কালি, শিকড়ের মাটি আর  ফুসফুসে ছিল ঝরঝরে স্বপ্নের বাতাস তাদের পিছন দিকে সটান চেয়ে আছে তীক্ষ্ণ বাঁশ  এভাবেই মরা কটাল দেখে প্রত্যহ জীবন চলে... ------------    ========================================================= Better  Some Tabs. For You 1.  Samsung Galaxy Tab A 10.1 (10.1 inch, RAM 2GB, ROM 32GB, Wi-Fi-Only), Black Deal Price: Rs. 12,499.00 Extra 10%  direct off  on SBI Card (20-23 Jan, 2021) For

কবিতা ।। দ্বিতীয় শৈশব ।। মাথুর দাস

ছবি
দ্বিতীয় শৈশব মাথুর দাস সামুদ্রিক  রহস্যমাখা যৌবন  ছেড়ে কেন তুই বার বার ফিরে পেতে চাস্ ফেলে আসা সোনাঝরা শৈশবের কাল ? তুই  কি  জানিস্  কিছু  এসবের  মানে ? তুই কি জানিস্ না জীবনে শুধুমাত্র একবার  দেখা দেয়  ফুটন্ত  সকাল, যেন শুভ্র মেরুজ্যোতি সুমেরু প্রদেশে ! প্রাকৃতিক  নিয়মেও   ভুলচুক  থাকে, সকালের  ফুল তাই  কখনো কখনো ভুল করে ফুটে থাকে বিকেল বেলায় ; নিয়ম  মাফিক  সব  কাজ  সারা হবে ভেবে নিয়ে বসে থাকে গুটিকয় লোক, স্মৃতির ডিভানে ;  ক্রমশ গড়ায়  বেলা, সাদা চুলে  জেগে ওঠে  দ্বিতীয় শৈশব ।   *******************************   মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান *******************************    

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪