Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

মুক্তভাবনা ।। সুখের সন্ধান ।। আরতি মিত্র


সুখের সন্ধান

আরতি মিত্র


চির অতৃপ্তিই মানুষের নিত্য সহচর।
চাহিদার কখনও শেষ হয় না,
ক্রমাগত তা সীমা অতিক্রম করে;
একটা পূরণ হলেই আরেকটার পেছনে ছুটে যায়। 
মানুষ নিজেই জানে না কতটা পেলে সে খুশীর সাগরে ভাসবে ,  কতটা না পেলেই বা জীবনের সব আনন্দ মাটি হয়ে যাবে।
সুখ-শান্তি যে কখনও বৈভবের উপর নির্ভরশীল নয় একথা  জানা নেই। লোভ মনুষ্যত্বের বিনাশ ঘটায়। 
সুপথ ছেড়ে বিপথের উদ্দেশ্যে পাড়ি দেয়।
চলার নেশায় কোথায় থামতে হবে সেটাও মনে রাখে না।
অচিরেই সুখ হয় অসুখের নামান্তর ।
এই পরিস্থিতিতে তাই  সুখ অধরাই থেকে যায।
 মানবমনে এই   সুখানুভূতি বড়োই আশ্চর্য স্থানে অবস্থান করে --
  যথা, অতি বৃহৎ অট্টালিকার  রাজসিক শয়নগৃহেও শান্তির ঘুম আসে না --
    আবার উন্মুক্ত আকাশের নীচে ফুটপাথের 
বিছানার নিশ্চিন্ত আশ্রয় গভীর ঘুমকে সাদরে আহ্বান জানায় ।
     তবুও  স্ব স্ব বস্তুতে পায় না আনন্দের আস্বাদ ,
তখন জীবন হয়ে ওঠে নিতান্তই  লবনাক্ত , বিস্বাদ।
        চরম ভুল করে ঠিক তখন,  যখন   অপরের সম্পদকে মানুষ নিজের স্বীয় সম্পদ  অপেক্ষা বেশি মূল্যবান মনে করে।
সে নিজের ঐশ্বর্যের  দিকে তাকাতেই চায় না,সর্বদা  পরের  যা কিছু তাকেই গুরুত্ব দিতে অভ্যস্ত হয়।
   যেমন, নদীর এপার ও ওপার কোন পারই আপন ভাগ্যকে নিয়ে সন্তুষ্টি লাভ করে না।
মানব জীবনও তাই,সে কখনও
নিজের অবস্থায় খুশী হতে পারে না,অন্যের যা কিছু, তার মধ্যেই সুখ খুঁজে বেড়ায়।
 এ প্রসঙ্গে কামিনী  রায়ের কবিতা মনে পড়ে যায়,
     "  "  'সুখ'  'সুখ' করি কেঁদ না আর
     যতই কাঁদিবে, যতই ভাবিবে
      ততই বাড়িবে হৃদয় ভার।"
    সুখ সত্যিই এক নিবিড় অনুভূতি
যা কোন বস্তুর উপর নির্ভরশীল নয়। 
সামান্যতম প্রাপ্তিযোগও সুখ নিয়ে আসে।
কিন্ত মানবমন সর্বদাই তাকে খুঁজে  খুঁজে হয়রান হয়।
সুখ যেন মায়ামৃগের মতো প্রতিনিয়তই হাতছানি দিয়ে ডাকে,আর মানুষ তার পিছনে ছুটে বেড়ায়।
যেটুকু অর্জন করে তাতে সন্তুষ্টি লাভ করে না,
চাওয়া আর পাওয়ার মধ্যে অদ্ভুত এক তৃপ্তি অতৃপ্তির বেড়াজাল সৃষ্টি করে।
  কবির কথায়-- " "যাহা চাই তাহা 
                      ভুল করে চাই,
                        যাহা পাই  -
তাহা চাই  না।"
এই অন্ধ আবেগের জন্যই সমাজে  মানুষে মানুষে এত হানাহানি,রেষারেষি ,দাঙ্গা বেঁধে যায়।এই মারাত্মক মোহ -মরীচিকার পেছনে ছুটে ছুটে 
নিজের সুখ-শান্তি টুকুও নষ্ট করে ফেলে।
সুখের অবস্থান রয়েছে হৃদ-কমলে।
শান্তি পাওয়াও নির্ভর করে পুরোপুরি আত্মার উপর।সেখানে না খুঁজে মানুষ যখন ঈর্ষান্বিত হয়ে অন্যদিকে হাত বাড়ায় তখনই নেমে আসে অতৃপ্তির বেদনা,যা মানব মনের নিজেরই সৃষ্টি।
 
===================

Arati Mitra. 
267/3 Nayabad, Garia. 
Kol. 700094

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত