মুক্তভাবনা ।। সুখের সন্ধান ।। আরতি মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, December 19, 2023

মুক্তভাবনা ।। সুখের সন্ধান ।। আরতি মিত্র


সুখের সন্ধান

আরতি মিত্র


চির অতৃপ্তিই মানুষের নিত্য সহচর।
চাহিদার কখনও শেষ হয় না,
ক্রমাগত তা সীমা অতিক্রম করে;
একটা পূরণ হলেই আরেকটার পেছনে ছুটে যায়। 
মানুষ নিজেই জানে না কতটা পেলে সে খুশীর সাগরে ভাসবে ,  কতটা না পেলেই বা জীবনের সব আনন্দ মাটি হয়ে যাবে।
সুখ-শান্তি যে কখনও বৈভবের উপর নির্ভরশীল নয় একথা  জানা নেই। লোভ মনুষ্যত্বের বিনাশ ঘটায়। 
সুপথ ছেড়ে বিপথের উদ্দেশ্যে পাড়ি দেয়।
চলার নেশায় কোথায় থামতে হবে সেটাও মনে রাখে না।
অচিরেই সুখ হয় অসুখের নামান্তর ।
এই পরিস্থিতিতে তাই  সুখ অধরাই থেকে যায।
 মানবমনে এই   সুখানুভূতি বড়োই আশ্চর্য স্থানে অবস্থান করে --
  যথা, অতি বৃহৎ অট্টালিকার  রাজসিক শয়নগৃহেও শান্তির ঘুম আসে না --
    আবার উন্মুক্ত আকাশের নীচে ফুটপাথের 
বিছানার নিশ্চিন্ত আশ্রয় গভীর ঘুমকে সাদরে আহ্বান জানায় ।
     তবুও  স্ব স্ব বস্তুতে পায় না আনন্দের আস্বাদ ,
তখন জীবন হয়ে ওঠে নিতান্তই  লবনাক্ত , বিস্বাদ।
        চরম ভুল করে ঠিক তখন,  যখন   অপরের সম্পদকে মানুষ নিজের স্বীয় সম্পদ  অপেক্ষা বেশি মূল্যবান মনে করে।
সে নিজের ঐশ্বর্যের  দিকে তাকাতেই চায় না,সর্বদা  পরের  যা কিছু তাকেই গুরুত্ব দিতে অভ্যস্ত হয়।
   যেমন, নদীর এপার ও ওপার কোন পারই আপন ভাগ্যকে নিয়ে সন্তুষ্টি লাভ করে না।
মানব জীবনও তাই,সে কখনও
নিজের অবস্থায় খুশী হতে পারে না,অন্যের যা কিছু, তার মধ্যেই সুখ খুঁজে বেড়ায়।
 এ প্রসঙ্গে কামিনী  রায়ের কবিতা মনে পড়ে যায়,
     "  "  'সুখ'  'সুখ' করি কেঁদ না আর
     যতই কাঁদিবে, যতই ভাবিবে
      ততই বাড়িবে হৃদয় ভার।"
    সুখ সত্যিই এক নিবিড় অনুভূতি
যা কোন বস্তুর উপর নির্ভরশীল নয়। 
সামান্যতম প্রাপ্তিযোগও সুখ নিয়ে আসে।
কিন্ত মানবমন সর্বদাই তাকে খুঁজে  খুঁজে হয়রান হয়।
সুখ যেন মায়ামৃগের মতো প্রতিনিয়তই হাতছানি দিয়ে ডাকে,আর মানুষ তার পিছনে ছুটে বেড়ায়।
যেটুকু অর্জন করে তাতে সন্তুষ্টি লাভ করে না,
চাওয়া আর পাওয়ার মধ্যে অদ্ভুত এক তৃপ্তি অতৃপ্তির বেড়াজাল সৃষ্টি করে।
  কবির কথায়-- " "যাহা চাই তাহা 
                      ভুল করে চাই,
                        যাহা পাই  -
তাহা চাই  না।"
এই অন্ধ আবেগের জন্যই সমাজে  মানুষে মানুষে এত হানাহানি,রেষারেষি ,দাঙ্গা বেঁধে যায়।এই মারাত্মক মোহ -মরীচিকার পেছনে ছুটে ছুটে 
নিজের সুখ-শান্তি টুকুও নষ্ট করে ফেলে।
সুখের অবস্থান রয়েছে হৃদ-কমলে।
শান্তি পাওয়াও নির্ভর করে পুরোপুরি আত্মার উপর।সেখানে না খুঁজে মানুষ যখন ঈর্ষান্বিত হয়ে অন্যদিকে হাত বাড়ায় তখনই নেমে আসে অতৃপ্তির বেদনা,যা মানব মনের নিজেরই সৃষ্টি।
 
===================

Arati Mitra. 
267/3 Nayabad, Garia. 
Kol. 700094

No comments:

Post a Comment