অণুগল্প ।। মন্দিরার উপহার ।। অধীর কুমার রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, December 19, 2023

অণুগল্প ।। মন্দিরার উপহার ।। অধীর কুমার রায়


মন্দিরার উপহার

অধীর কুমার রায়।


কাল মন্দিরার বিয়ে হয়ে গেল।

 কানে ভেসে আসছে সানাইয়ের সুর। কোলাহল, আনন্দ, হই হুল্লোর এখনও কান বধির হয়ে আছে। বিয়েতে এসেছিল নির্ঝর। দু চোখ ভরে গেল মন্দিরার বিয়ে দেখে। এমন করে যে মন্দিরার বিয়ে হবে সে কোনদিন ভাবেনি। আনন্দের ঢেউয়ের মাঝে  ঝড়ের মতো হঠাৎ মন্দিরা একটি উপহার দিয়ে গেল নির্ঝরের হাতে। উপহারটি খুলতে পারেনি নির্ঝর, দেখতে পারেনি মোড়ক খুলে। আর দেখেই কি লাভ? যা হবার তা তো হয়েই গেল। উপহারটা রেখে দিল লোহার সিন্ধুকে, মন মরা নির্ঝর।

অনেকদিন কেটে গেল। হয়তো বছর পাঁচেক হবে। নির্ঝর একটা কাজে বেরিয়ে ছিল। বি বি গাঙ্গুলী রোডে গির্জার মোড়ে মন্দিরাকে দেখতে পেল। মন্দিরা হাসছে। ওর বাঁশির  মত নাক, সাদা ধবধবে দাঁত, নির্ঝরকে ভ্রুকুটি করতে লাগলো। পরাজিত সৈনিক নির্ঝর কাছে যেতে পারল না। দূরে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলো, তারপর চলে এলো বাড়িতে।

সিন্ধুক থেকে খুলে বার করলো মন্দিরার দেওয়া উপহার। শরতের আকাশে তখন  ভেসে যায় সাদা মেঘের ভেলা, দেখে মন কেমন করে।রাংতার মোড়কে ঢাকা কাগজের খাপ খুলে নির্ঝর দেখল একটি কাগজে লেখা রয়েছে --
"তোমাকে দুঃখ দিয়ে গেলাম"।
 নির্ঝর আকাশের দিকে তাকিয়ে দেখলো, সাদা ঝকঝকে চাঁদ হাসছে। ভেসে আসা মেঘের চাদর তখনই ঢেকে দিল চাঁদের জোছনা। নির্ঝর ডান হাত দিয়ে মুছে নিল ঝড়ে পড়া চোখের জল।
                     -------
ADHIR KUMAR RAY
120/19 SUTIRMATH EAST
POST +PS- BERHAMPORE
DIST-MURSHIDABAD


No comments:

Post a Comment