অণুগল্প ।। নামকরণ ।। পীযূষ কান্তি সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, December 19, 2023

অণুগল্প ।। নামকরণ ।। পীযূষ কান্তি সরকার




                   ‌নামকরণ

                   পীযূষ কান্তি সরকার


     ভদ্রলোকের নাম তন্ময়। তাঁর মেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। পেয়েছে আমার মেয়ে রুচিরাও। তন্ময় জানালেন তাঁর মেয়ে বাড়ি থেকেই আসা-যাওয়া করবে। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে চলে যাবে।
বললাম, "আপনার কন্যার নাম কি ?"
--- ত্রপা।
--- ত্রপা ? সে কি !
--- আমার নামের সঙ্গে মিলিয়ে রেখেছি। একদম আল্ট্রা-মডার্ন।
--- নামের মানেটা জানেন তো !  লজ্জা ! মেয়ের নাম ত্রপা, রিক্তা -- এসব বোধহয় না-রাখাই ভালো।
--- আপনার মেয়ের নামের ভালো মানে আছে নিশ্চয়ই !
 --- অবশ্যই। রুচিরা -- মানে 'মনোরমা'।
--- কিন্তু আপনার নামের সঙ্গে তো মিল নেই !
--- না। তবে ওর মায়ের নামের আদ্যক্ষর ধরেই রাখা।
--- আপনার মতে আমার মেয়ের নাম তিস্তা হলে ভালো হত ?
--- আপনার ছেলেমেয়ের নাম তো আপনিই রাখবেন তবে নামের একটা সুন্দর মানে তো থাকা উচিত।
 
 ================
               

পীযূষ কান্তি সরকার
১/১, কুচিল ঘোষাল লেন কদমতলা হাওড়া-১ পশ্চিমবঙ্গ ভারত।


No comments:

Post a Comment