কবিতাঃ চন্দন ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি


বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ
সারাদিন বসে আছে।
উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর
কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে।
চক্ষু কোটোরা গত
শরীর মাস হীন, হাড় মাত্র।
হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী!
হয়তো কলেজের আদর্শ ছাত্র।
হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল 
তার ছোট্টো ঝুঁপরির উপর।
সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে।
হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে।
আমি এক প্রশ্ন তুলেছিলাম,
কেমনে হইল এ অবস্থা?
বাক সরেনা মুখে
সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা??
শরীর বস্ত্রহীন এই রাতে।
নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি।
কী জানি কত দিন খায়নি?
কত দিন দেখেনি এক টুকরো রুটি!

রাজধানী শহরের আকাশটা দেখছে।
দেখছে নেতা মন্ত্রী গন।
হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি।
দেখেনি কোনো কোমল মন।

আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!
  কথাটা অতীব মিথ্যা মাটি।
এমন কতযে মানুষ ক্ষুদার্থ,
দেখেনা এক টুকরো রুটি।
নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি
সবাই আসে সবার হয় আবর্তন।
হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো!
তাদের হয়না কোনো পরিবর্তন।
আজ 71 বছর আজাদ হয়েও 
বোধহয় যেন পরাধিন।
এক টুকরো রুটির আসায়
কিছু ভারতবাসী আজোও পরের অধীন।
কিসের স্বাধীনতা? কিসের প্রজাতন্ত্র দিবস?
যেথায় মানুষ মরে পথের ধারে।
ধনীর অট্টালিকা বাড়তে থাকে
গরিব থাকে অনাহারে।
আজ ওই বৃদ্ধা মানুষ 
যেন চায়ছে এবার ছুটি।
পেটের ভিতর আগুন জ্বলে,
পায়নি সে এক টুকরো রুটি।

------@---------
চন্দন ঘোষ
পিতা: শ্রীধর ঘোষ
Vill- Rampur
P.O- Hamirhati 
Dist- Bankura
West Bengal-722207