সবিতা বিশ্বাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

সবিতা বিশ্বাসের কবিতা

স্বাধীনতার গান



বিলের ধারে কলমী লতা ফুল ফুটিয়ে হাসে
সাঁতার কেটে জল পিঁপিঁরা ভেলার মতো ভাসে
বাতাস ছোটে মাতন ওঠে জলের কলতান
সবাই ওরা আজ শোনালো স্বাধীনতার গান

পথের পাশে লাজুক হেসে লজ্জাবতী লতা
ফিসফিসিয়ে গুনগুনিয়ে কইছে কত কথা
ফুটলো কলি জুটলো অলি খুশির ঐক্যতান
গলা মিলিয়ে গাইলো ওরা স্বাধীনতার গান

দৃপ্ত পায়ে ক্ষিপ্ত বেগে জয়ের অভিযান
ওই চলেছে মাতঙ্গিনী আঁকড়ে অভিমান
প্রাণ দেবোতো মান দেবোনা যতই আঘাত হান
বুলেট বুকে গাইলো মেয়ে স্বাধীনতার গান

মাঝির মুখে চাষীর বুকে ভালবাসার ঢেউ
দেশ মায়েরে রাখবো ভালো দেবোনা ব‍্যথা কেউ
ব্রিটিশদের দূর হঠাতে লক্ষ বলিদান
উঁচিয়ে মাথা গাইলো সবাই স্বাধীনতার গান।
                  ---------------  

সবিতা বিশ্বাস
প্রযত্নে-- লঙ্কেশ্বর বিশ্বাস
গ্রাম ও পোস্ট -- মাজদিয়া ( বিশ্বাস পাড়া)
(শুভক্ষণ লজের পাশে)
জেলা--- নদীয়া। পিন-- ৭৪১৫০৭
ফোন--- ৮৯০০৭৩৯৭৮৮
ধন্যবাদ।