কবিতাঃ সন্তু পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কবিতাঃ সন্তু পাল



// দিনের তরে //


দিন তো দিনের পথে যাবে দিন দিন
দিন যেন সদা হাসি মাতৃ ভাতৃ ঋন।
সুযোগ সুবিধা আর কটুক্তি রক্ষণে
মানুষ হবে না কেহ মানব শোষণে।
মন মতি এক নহে কথার বলনে
বুঝবেই বিশ্ববাসী চোখের সামনে।
নিজ হাতে কাজ করো পরিশ্রম করো
বদলাও নিয়তিকে ভবিষ্যত গড়ো।
মানুষের তরে থাকো, বন্ধুত্বের হাত
দৃঢ় হোক বিশ্বাস যত, আত্ম শপথ।
নেতা হতে চেও না কেহ, সেবাই মান
স্বর্ণাক্ষরে লেখা রবে তোমাদের নাম।
প্রেম দিয়ে প্রেম পাবে, নয় জৈবিকতা 
তবেই ফিরবে সত্য জাগবে পূর্ণতা।
অযথা বাড়াবাড়ি, অসংযমী কথন
যতই করবে তুমি, হবে সম্মোহন।

==========================

//সমাপ্ত//