কবিতা: পবিত্র কুমার ভক্তা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কবিতা: পবিত্র কুমার ভক্তা


       লড়াই


আদিম অন্ধকারে গায়ের চামড়া অবান্তর
রিপু মাথা চাড়া দেয়, অস্ত্বিত্বের ফ্যাগোসাইটোসিস
গ্যাংলিয়ন সমাজে, মর্সিয়া রচি সংবৎসর।

স্নায়ুশৈথিল্য শিরদাঁড়া অভয়ারন্য খোঁজে
অন্ধকার পথে শাড়ি উড়ে এপ্রান্ত থেকে ওপ্রান্তে
বিদ্রোহী যুবক নেশা করে লাশকাটাঘরে ঘাড় গুঁজে।

গাছের গায়ে শ্যাওলা জমেছে, মিথ্যা মনেতে
আরও একবার জেগে ওঠা দরকার বন্দেমাতরম ধ্বনিতে...

 ...............................................

প্রেরকঃ পবিত্র কুমার ভক্তা
গ্রাম- পাটনাপোঃ - অজয়াথানাঃ- খেজুরী,জেলাঃ- পূর্ব মেদিনীপুরপিন- ৭২১৪৩০
সম্পাদিত পত্রিকাঃ  "অক্ষর বিতান' , "কমিউনিকেশন' 'খেজুরীর মুখ' [সহ সম্পাদক]
মোঃ ৯৭৩৪৪২৫৭০২ [whatsapp]