নিসর্গ নির্যাস মাহাতোর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

নিসর্গ নির্যাস মাহাতোর কবিতা


রণ কথা


      

দুপক্ষে জারি হলে যুদ্ধ

পরিস্থিতির উঠোনে গোঙিয়ে ওঠে প্রিয়তমা

প্রেমাতুর কান্নার জলে
ভিজে যায় চৌকাঠ দেশ ও বাড়ির
কাঁটাতারে জমাট রক্ত
দালান ভরিয়ে দেয় রজনী সুবাসে।

=========================

নিসর্গ নির্যাস মাহাতো
ঠিকানা-  মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর

ফোন: ৮৩৭৩০৩৯০৮৩