Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

মোনালিসা পাহাড়ীর মুক্তগদ‍্য

 

খোলা চোখে স্বাধীনতা: একটি আন্তরিক স্বীকারোক্তি



জীবনের দোড়গোড়ায় আরো একটি স্বাধীনতা দিবস। 'স্বাধীনতা'কথাটার পরিব‍্যাপ্তি আজও বোধহয় বুঝে উঠতে পারলাম না। ঠিক কতটা স্বাধীন হয়েছি আমরা, কতটা পেরেছি ইচ্ছে কে হাতের মুঠোয় পুরে জীবন নদী অবগাহন করতে, জন্মসূত্রে প্রাপ্ত মৌলিক অধিকার গুলো কতটা নিজেরা ভোগ করতে পারছি, কতটা অন‍্যকে ভোগ করতে দিতে পারছি এসব আমাকে খুব ভাবায়। স্বাধীনতা দিবসের দিন স্কুলের ছাত্রছাত্রীরা যখন মিছিলে পা মেলায় রাস্তার পাশে চায়ের দোকানে কাজ করা সমবয়সী ছেলেটা,কিংবা অন‍্যের বাড়ি বাসন মাজতে থাকা মেয়েটা ,অথবা নর্দমার মুখোমুখি কাগজকুড়ুনি ছেলে গুলো  আধিকার করে বসে আমার সমস্ত স্বত্বা। স্বাধীনতার এতগুলো বছর পরেও আমরা ঐ শিশুগুলোকে দিতে পারলাম না একটু স্বাভাবিক জীবন! তাদের মুখে বসাতে পারলাম না প্রাণের প্রিয় জাতীয় সঙ্গীত। এ ব‍্যর্থতা কি আমাদের সবার নয়? আমি আপনি আপনারা আমরা কি একটু একটু সাহায‍্যের হাত বাড়িয়ে দিতে পারি না তাদের দিকে অন্ততপক্ষে ঐ একটি গৌরবময় দিনের জন্য। ধরুণ আমরা যারা শিক্ষিত নাগরিক, জীবনে প্রতিষ্ঠিত আমরা প্রত‍্যেকে যদি একটি একটি বাচ্চাকে নিয়ে হাজির হই তেরঙ্গা পতাকার সামনে , ছোলামুড়ি খেতে খেতে আনন্দঘণ মুখের হাসি দেখে কি সর্বশ্রেষ্ট সুখ পাবেন না নেতাজি, ক্ষুদিরাম রা।স্বাধীনতা দিবস কি সত‍্যিই স্বার্থক হবে না! আলোয় আলোয় ভরে উঠবেনা চারিদিক?

এছাড়া ও যে সমস্ত মানুষের জন্ম থেকে মৃত্যু কেটে যায় অথচ নিজের দেশের নামটাই হয়তো ঠিক মতো শোনা বা বলা হয়ে ওঠে না ,ঠোঁটের আগায় ফুটে ওঠে না জাতীয় সঙ্গীত, জীবনের পুরোটা জুড়েই শুধু অন‍্যের গোলামী, দুমুঠো ভাতের জন্য হাহাকার, জীবন সংগ্রাম মূলত উদ‍রপুর্তিকে ঘিরে, বিলাস ব‍্যসন নেহাত জেগে জেগে স্বপ্ন দেখার মতো...এই সফ শত সহস্র মানুষের স্বাধীনতা কোথায়? যাপনে মননে কোথায় তার ছাপ? আমরা দেখে ও দেখিনা, বুঝে ও বুঝিনা। 
চোখের সামনে উধাও হচ্ছে মাটির নীচের পানীয় জল, পুঁজিবাদীরা গ‍্যালন গ‍্যালন জল নষ্ট করে বানাচ্ছে বোতল বোতল ঠান্ডা পানীয়, মাটির নীচের জল ক্রমশ শেষ হচ্ছে, আমরা সাধারণ মানুষ চিন্তিত হয়রান।পুঁজিবাদীদের থোড়া কেয়ার..... তাদের পকেটে রাশিরাশি ডলার, হাতের নাগালে ব্র‍্যান্ডেড ওয়াটার পিউরিফায়ার। যে পানীয় জল, তাজা অক্সিজেন, বিশুদ্ধ খাদ্য পৃথিবীতে জন্মগ্রহণকারী জীব হিসেবে আমাদের অন‍্যতম অধিকার তা ও চুরি হয়ে যাচ্ছে অবাধে, আমরা নীরব ,চুপ, স্থির। 
বুকের নীচে ভয়,বুকের ওপরে কালোঘাম, জীবন জুড়ে ক্ষমতাধারীর আস্ফালন, কাল যে ছিঁচকে চোর আজ সেই নেতা, ক্ষমতার ঈশ্বর,চাইলেই আমাকে করতে পারে একঘরে, তুলে নিয়ে যেতে পারে আমার ষোড়শী কন‍্যাকে, রাস্তা ঘাটে হেনস্থা করে দিতে পারে বাড়ির লোকজনকে, নিদেনপক্ষে দু'একটা কেস তো খাইয়ে দিতে পারেই সে বিষয়ে কোনো সন্দেহ নেই।আমার ভেঙে যাওয়া মেরুদন্ড প্রিয়জনেরা জানে, আমার সন্তানের ভেতরে আমি অনর্গল ঢুকিয়ে দিতে চাই এমনই এক গা শিরশিরে ভয়, রুখে দিতে চাই তার সাহসী পদক্ষেপ.... এইভাবে মৃতপ্রায় মানুষের মতো জীবন আগলে বসে থাকি আমি... বেছে নিই কোনোরকম টিকে থাকা মাটি মায়ের কোলে, এবং পনেরোয় আগষ্টে আমি ও গেয়ে উঠি - "এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি/ সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।"

===============

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত