কবিতা: উদয় সাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কবিতা: উদয় সাহা



২০১৯ বনাম বিক্ষিপ্ত বর্ণমালা 



কথায় আর কাজ হয়না।কথার কথাই সার
'মার... মার ' বলে ধেয়ে আসে চিৎকার।



কোন টাকা আকাশী, কোন টাকা কমলা
হাতে নিয়ে দেখেছি
টাকা নাকি কালোও হয়
কথাই শুধু শুনেছি 


রাস্তার কলে স্নান করি। স্নানের জলে আয়রন
ফেল করেও পাশ করে যাই কিসের শালা বায়রন ! 


কাটমানি, অবরোধ ---আড়চোখে ফূর্তি
এই দলে ঠাঁই পেল আজকাল মূর্তি।



পয়সা দিলে অর্ধাঙ্গী
রুখে দাঁড়ালে মর্দাঙ্গি! 



রোগটা এখন বেশ ক্রিটিক্যাল। চিকিৎসা নয় সোজা
সমাধান হাতের মুঠোয় ---হাতের কাছেই ওঝা।


শহর সাজে, দেশ সাজে, যখন সাজে ফুটপাথ
একই বৃন্তে দুটি কুসুম সবার জন্য ডিম ভাত।



বৃদ্ধ দুজন প্রাণ হারায় দায়ী কোন ব্রোকারস্
বিশ্বকাপে হার মেনেছি। আমরা এখন চোকার্স।



একটা মানুষ অনেক মুখ
গেরুয়া, লাল, সবুজ সুখ...



সমস্যার মাত্রা অনেক, হয়না সহজ নিরসন
লৌহ প্রতাপ ঠুনকো রঙ ; অস্ত্র এখন অনশন।



জলের তোড়ে সব ভেসে যায় জলের এমন ক্যালি
স্বপ্ন ছিল বাড়ি হবে, গাড়ি হবে, ঘুরব রোজভ্যালি



কত কবি! কবি কত! কবির কথায় আত্মরতি
জায়গা ছোট, ব্যাপক ভিড়, মুখে মুখে ভক্তিগীতি



আমি সাধারণী। আমি কাশ্মীরি। যুদ্ধ বনাম সংলাপ
আমি কাশ্মীরি । আমি সাধারণী। বন্দুক বনাম গোলাপ।


পরের ছাওয়া পরমানন্দ
কুৎসা করে পাই আনন্দ।



কুর্তি পরি। জিনস্ পরি। শপিং মলে ঘুরে ফিরি।
ফেসবুকের দেওয়াল জুড়ে কান্নাগুলো বিক্রি করি।



পার্কস্ট্রিট, উন্নাও এবং মহামারী
যত্নে করুন দাদা আদমশুমারি... 


উদয় সাহা
কোচবিহার
দূরভাষ →৯৬৭৯০৯৪৭১৪