কবিতাঃ সঞ্জীব সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কবিতাঃ সঞ্জীব সেন

এপিটাফের  বিরুদ্ধে এপিটাফ

আর কতকাল অপেক্ষা করতে হবে, বারো না চৌদ্দ বছর! গ্রাম গঞ্জ থেকে উঠে আসা তরুণ কবি
এক-গুচ্ছ রক্তকরবীর মত প্রণয় সম্ভব কে ভেঙে চুরে নতুন পেটার্ন নিয়ে আসবে , এভাবে বলা যায় যদি চাকারা ফিরে আসে একদিন,


আমি সোফিয়া লরেনকে দেখিনি আর রাশিয়াও যাইনি একদিন সোফিয়ার বাহুমুলে ঈষৎ  খয়েরি চুলের ছবি দেখে আর রাশিয়ান সারকাসের স্বল্পবাস মেয়েদের দেখে রাশিয়াকে ভালবেসেছি সে কবিতা পুরোনো হয়ে গেছে অনেকদিন হল, কবিতাকে ভাঙতে হয় তাদিয়েই নতুন করে লিখতে হয়, সে দিন কি সমাগত ওয়াদেব,

আর কত দিন লাগবে জানতে যে কবিদের লিঙ্গ নেই, তোমার সুগঠিত হাতে কলমটিকে পুরুষাঙ্গ মনে করে আমার যোনি-হীন স্তন-হীন কাগুজে শরীরে চেপে ধর এইবার লিখে চলো সুনীল-বাবু চলে গেছে কিন্তু নীরা বেঁচে আসে নীরারা বেচে থাকে আজীবন মনে করে লিখে যাও, কিম্বা বিটনুন লেবু দিয়ে কবিতাকে পান কর, বদলেয়ার চলে গেছে তার বি ড্রাঙ্ক বেঁচে আছে এখনও,

আর কতদিন কবিদের হত্যা করা হবে ওয়াদেব,
আমি চিৎকার করে বলতে পারিনা, আমি আর আমার রাষ্ট্ররা এই হত্যার জন্য দায়ী , ওয়াদেব
আমি নবীন কবি, কবিতা সন্ধ্যায় ডাক পাওয়া, প্রবীণ কবিদের ভিড়ে সামান্যতম এক কবিতা লিখিয়ে,

সন্ধ্যা গাঢ় হয়ে আসার আগে শীতের শেষ সন্ধ্যার দূরের পাতাঝরা গাছটায় নিমপেঁচা  ডেকে ওঠার আগে জেনে নেব মহীনের ঘোড়াগুলিই আসলে হেমন্তের অরণ্যে হারিয়ে যাওয়া পোস্টম্যান,
আর কতদিন কবিদের হত্যা করা হবে এইভাবে ওয়াদেব,
যেদিন সব কবিরা প্রেমের কবিতা ভুলে এপিটাফের বিরুদ্ধে এপিটাফ লিখবে সে দিন কি খুব কাছে!
আর একদিন সব কবিরাই বসন্ত আসার আগে কলমের অসিশক্তির মন্ত্র শিখে যাবে ঠিক ।

========================


সঞ্জীব সেন
পানিহাটী গৌরাঙ্গ ঘাট রোড
পোস্ট পানিহাটী
কলকাতা114
7980188285