Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

কবিতা: শ্যামাপদ মালাকার



সংলাপ

 

উদয়: মেম্বরকাকা টুকু দেখ্যা
           ক্যরতে বলেছিল গো উবেলায়।"
পানমণি: কিসের ল্যাগে?"
উদয়: ডাকতার দেখাবার
           ল্যাগে কিছু দেনা চাইতেই- উ বৈল্ল, ইবারের ভোটটা যেন উয়াকেই দিই।"
পানমণি: আর যাইঅনা।
              পরে না হয় অন্যকিছু ভ্যাবব। বলি শুনচ্য-- কন দ্যেশে কবিগুল্যানকে জেল খাটাচ্চে- -"
উদয়: কন দ্যেশে লয়- ইটা ইদ্যেশই,
গেরামের নামটা মনে হৈচ্ছে নাই দাঁড়া- -"
পানমণি: বলি হেঁগ,উয়াদেরকে
               জেলে রাখল্যে সত্যিকথাট বৈল্বেক কে।তাবাদে ছ্যেলাগুল্যান টুকু বড় হবেক কিকরে। উয়াদের লেখা-ছড়া পড়েই ন- - -"
উদয়: আর বড় হ্যতে দিবেক নাই।"
পানমণি: মানে।"
উদয়: মানে, লয়টাকে হয় মানতে হবেক!"
পানমণি: ই-বাবা! ইটা কন
              যুগে আসে পড়লি গো!"
উদয় : বলি আর একবার
          ভ্যাবে দেককেনে- -"
পানমণি: ভাবেচি ভাবেচি।
               রাতে-ভিতে আপদে গেরামের লোকগুল্যান তোমাকেই ত বেশী চিনে, মেম্বরকাকা সেটাই আ্যঁচ করেচে--- বুজলে?
এমনিতেই ইবাংলার গায়ে কালসিটার দাগ পৈড়্ছে!"
উদয়: হ। তবে উ ত আমাদের দলেরেই- -"
পানমণি: যেদেলেরেই হোক,
               উয়ারা হায়নার পারা! আলতা রঙটাই বেশী আপন করে ন!
ভিতরে কখন সলোগান দেয়নাই, বনটার যেখ্যান থেকে শুরু--সেখ্যান থেকে
সলোগান দিয়ে টোপ ল্যাচাতে ল্যাচাতে গেরামে ঢুকে।
তুমি কোনোমতে খায়না!"
উদয়: তবে এখন করবিটাই বা কি- -"
পানমণি: সমরা-অমরা-
              নিধাকে ড্যাকে
তীর-ধনুকগুলা ব্যারকরি চল,
নীল মালিকদের যেভাবে তাড়ায়চি--সেভাবেই
কবিগুল্যানকে ছাড়াই নিয়ে আসি- -

-----------------
শ্যামাপদ মালাকার
গ্রা- চন্দনপুর
পো- জোড়দা
থা- ইন্দপুর
জে- বাঁকুড়া
পিন- ৭২২১৭৩
ফোন- ৯৬৩৫৬৩৭১৭১

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩