Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

চন্দন মিত্রের কবিতা




ধ্বজা ও ধ্বনির দাস পরবাসী হে
 

দেখাও এমন ভাব যেন অনাহুত নাভিহীন আমি
অযোনিসম্ভূত এ আমার দেশ নয় এই কামরাঙা ফুল
পথের ধুন্ধুল এই মাঠ এই গ্রাম নদীখালবিল 
অথবা শহর-শহরতলি গঞ্জ ও হাটের মৌরসিপাট্টা
বুকপকেটে রাখো তুমি যে-কোনো সময় দেখানোর
ধক আছে তোমার একার এই মিশ্রজাতের দেশে
তুমিই নির্ভেজাল অং বং বিশুদ্ধ রক্তবাহী কোনোদিন
বেডে শুয়ে অচিন রক্তস্রোত টানোনি শিরায় বলে 
গোপন গর্বে বুঝি ফুলে ফুলে ওঠো আর ধ্বনি দাও
ভুবনকাঁপানো যেন ফারাওদের আত্মা থেকে আরকগন্ধ
মেখে একবিংশ শতাব্দীতে সটান এনেছো বয়ে তুমি
শুদ্ধস্বর ও পবিত্র পতাকা ... 


ছড়িয়ে দিয়েছ খোলা দেশময় বদ্ধজলার গন্ধ যারপরনাই
দিচ্ছ চেতাবনি শ্বাস যদি রোধ হয়ে আসে তো যাও
যেখানে তোমার ভালো লাগে তুমি জানো কোথায় আমার
ভালো লাগে তাই ভূখণ্ডও দেগে দাও নির্বাসিতের
এহেন হিম্মত দেখাও আজকে যেহেতু নিশান হারিয়ে
ভুল পথে বেপাড়ায় পা রেখে বেকুব হয়েছি বড়
সেহেতু সইতে হবে তোমার রোয়াব ও সারমেয়স্বর
তুমিই পাতাল থেকে পাঠক্রম তুলে এনে পাঠশালা খুলে
পড়াবে অচল পাঠ ধূপধুনো জ্বেলে সকলে ধন্য বলে
মগজ ফাটিয়ে ঘিলুর অঞ্জলি দেবে তোমার সমীপে
কার আর কিংশুক আছে জেগে নিগুম কোঠায় ধিকিধিকি
জ্বলে আজও অনির্বাণ নিষেধ এড়িয়ে যেন পারসি আতার
সযত্নে অপেক্ষায় থাকে বসন্ত এসে কবে উষ্ণ ছোঁয়া  দেবে ...


এই বর্ণময় দেশে তুমি একটি রঙের স্রোতে সমূহ ডুবিয়ে
যার তকমা ছিড়ে নিতে চাও সে কি খুব কুসুমিত আছে
নেই আমি জানি ঠিক তোমার ওপথ পাতালের দিকে
টেনে নিয়ে যায় নিশির ঘোরের মতো ওয়ান ওয়ে
যা ফেলে রেখে একুশ শতকে আমরা যোজন যোজন পথ
এগিয়ে এসেছি বিনম্র আলোর দিকে সেদিকে আবার তুমি
ফিরতে চেয়েছ পরম আগ্রহে কী তোমাকে দেবে সেই
জাফরানি পূতিগন্ধী দিন কেবল পবিত্র ধোঁয়া অর্থহীন ধ্বনি  
তুমি জানো আমাদের দেশীয় চাষিরা মাঠে নেমে
ঘেমে নেয়ে চাষ করে গান যেত গেয়ে মাঝিরাও তাই
অথবা মানবজমিন জোড়া চাষবাসে ছিল যারা তারাও
নিরঞ্জন হেঁকে অমায়িক গেয়ে যেত মানুষের গান ...

এমন আওয়াজ তোলো সবার গলায় যেটা স্বাচ্ছন্দ্যে খোলে
এমন ওড়াও ধ্বজা বেবাক জনতা যা কাঁধে নিতে পারে
এ কেমন ধ্বনি দাও উন্মাদজাগানো এ কেমন নিশান তোলো
মৃত্যু-জাগানিয়া  ...

======================


চন্দন মিত্র 
ভগবানপুর ( হরিণডাঙা )
ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা ।

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক