কবিতাঃ দুলাল সুর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কবিতাঃ দুলাল সুর

       শোষিত শ্রেণী

          

পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত হলেও
আমার গর্বের স্বাধীন ভারতবর্ষ আজ
ভেদাভেদের রাজনীতির দাবানলে অবরুদ্ধ।

সীমাহীন লোভ লালসার চক্রব্যুহ্যে
জাতিগত দাঙ্গার বিভাজন চক্রান্তে 
মানবতাহীন অক্টোপাসের বেষ্টনে আবদ্ধ।  

একশত ত্রিশকোটি জনগণ বঞ্চনার শিকার
মুষ্টিমেয় ভেকধারী বিদগ্ধজনের সুকৌশলের জাঁতাকলে 
সমাজের শোষিত শ্রেণীরূপে নিপীড়িত।

পুঁজিবাদী শ্রেনির দাসত্ববৃত্তির অঙ্গুলিহেলনে
গরীব মেহনতি মানুষের শ্রমে নির্মিত সুসজ্জিত
বিলাসবহুল অট্টালিকায় বৈভবে অধিষ্ঠিত।

স্বাধীন ভারতে ন্যায় নীতি, জাতি ভেদাভেদ,
সাম্যবাদ, শান্তি শৃঙ্খলা মোচনে ফিরে এসো 
বাংলার দামাল ছেলে নেতাজী সুভাষচন্দ্র         

*************************************
-       দুলাল সুর –
শ্রীনগর ১ নং, মধ্যমগ্রাম,
উত্তর ২৪ পরগনা,                   
কোলকাতা – ৭০০১২৯,
পশ্চিমবঙ্গ, ভারত,          
     Mobile + Whatsapp – 8777624513