কবিতা: দীপান্বিতা হক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কবিতা: দীপান্বিতা হক


জন্মভূমি


আমার ভালো লাগে ওই প্রভাতের সূর্যটা
দেশ গন্ডী পেরিয়ে ভারতে ফোটা।
রাতের ফুটে থাকা গন্ধরাজ ফুল
বেরি গাছে ওড়াওড়ি করা বুলবুল
আমের পল্লব আর বোশেখে তার মঞ্জরী
লাল পলাশ, হলুদ রাধাচূড়া, আহা মরি মরি।

লাল মাটি, বাউল গান আর রবি ঠাকুর
খোয়াই, কোপাই নদী আর রবির গানের সুর।
গঙ্গানদী, বয়ে চলা ঢেউয়ের পরে ঢেউ
পূজো পাঠে গঙ্গা মাটি, ভুলতে পারে কেউ? 
স্বচ্ছ এই নীলাকাশ, সাদা টুরো মেঘ
তাজমহল, বৃন্দাবন, তুলসী বনের ক্ষেত।
এদিক ওদিক নানান ভাষা, ভারতবর্ষের রেশ
ভালো লাগে, এই তো আমার জন্মভৃমি, দেশ।।

==============================

Name.  Dipanwita Haque
Address. 61c/1b Elliot road.  P. O. Park St, Kol 16