কুনাল গোস্বামীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কুনাল গোস্বামীর কবিতা


এ আমার ভারতবর্ষ.....


 দেখতে দেখতে কেটে গেল অর্ধ শতাধিক বর্ষ 
পায়ে পায়ে হেঁটে চলা পথ হয়েছে উন্নততর 
তবুও জং ধরা শেকলের ক্ষতে চুঁইয়ে পড়ে রক্ত 

হয়তো আরও পথ অতিক্রম করা আছে বাকি 
যেথায় স্বপ্ন গুলো বাস্তবে পরিণত হবে ফুটপাতের অন্ধকারের ভিতর থেকে..
মাটির বুকে লেগে থাকবে না আর কোনো সন্তানের রক্তচ্ছাপ..
আর এক অন্য পৃথিবীর সন্ধানে সহাস্যে পাড়ি দেবে মহাকাশ ভেদ করে উড়ন্ত বাজপাখি..

এ আমার ভারতবর্ষ--
যেথায় সৃষ্টি হয়েছে শূন্য, 
ভূস্বর্গ থেকে গভীর নীল সমুদ্র, 
হয়তো এখানেই সব শেষ নয়
বাকি রয়ে গেল সীমাহীন নীলাম্বর সমতুল্য 
এ আমার ভারতবর্ষ...এ আমার ভারতবর্ষ....

---------------------------------------------------------------------

কুনাল গোস্বামী
গ্রাম- পূর্ব কন্যানগর
পোস্ট- কন্যানগর
জেলা- দক্ষিণ ২৪ পরগনা
মুঠোফোন- ৯১৬৩৯৪৭১৬২