'পাখী'র কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

'পাখী'র কবিতা

স্বাধীন ভারতের মেয়ে


ভালো থাকিস

ও মেয়ে তুই দুঃখ কেন করিস
পৃথিবীর সমস্ত সুখ তোর হাতেই ধরিস।

লাগবে না তোর চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, মুখে কোনো প্রসাধন
মাথায় গুজে নিস কিছু লাল জবা
বেনারসির হবে না প্রয়োজন।

রাস্তার পাশে ইটের উপর শুয়ে, পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে যে মানুষটি তার দিকে চেয়ে দেখ
মশার সাথেও তার হয়েছে মিতালী, কারো সাথে নেই কোনো সংঘাত।

বিড়াল ছানা দুটির সাথে করে নে তুই সুখ ভাগ
জোছনাকে গায়ে মেখে সোহাগী হ আঁধার আঁধারেই পড়ে থাক।

মালা বদল করিস সেই ছেলেটির সাথে যাকে পছন্দ করেছে বাবা মা
জেনে রাখিস গুরুজনের আশীর্বাদের কোনো বিকল্প হয় না।

জুঁই-চামেলীর হাসি ছড়িয়ে শশুর শাশুড়িকে ভালো রাখিস, ভালো থাকিস
===========================

          পাখী
            11-8-19