কবিতা: অমিতাভ দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কবিতা: অমিতাভ দাস

                                    নাগরিক

বুলেট দুখানা বুকের বাঁদিক ঘেঁষে এখনো আটকে,বুক থেকে পেট, পেট থেকে পা স্বাধীনতা গড়াচ্ছে,গড়াচ্ছে আর গড়াচ্ছে....। অ্যাম্বুলেন্সের চাকাও গড়াচ্ছে,কতদূর আর কতদূর হাসপাতাল,ডাক্তার!
ছেলেটা বলেছিল স্বাধীনতার দিন টালির চালে উঠে একটা পতাকা টাঙাবে,মা মরা ছেলে,কি করে কথাটা ফেলি!তাই একবেলা ভাত না খেয়েও কিনেই ফেললাম পতাকাটা,তিনটে রং কি ঝকঝক করছিল তখন!তারপর কি যে হল,মুখ বেঁধে রাখা কয়েকটা লোক বন্দুক হাতে হঠাৎ বাজারের মধ্যেই....।

এখন বোধহয় পাঁচমাথার মোড়ে রয়েছি।ওনাকে আবছা দেখছি,দৃপ্ত ভঙ্গীতে বসে রয়েছেন ঘোড়ার ওপর আর কানে ভেসে আসছে একটা দৃপ্ত কন্ঠ ''তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের....!''
দু হাত একবার জোড় করব,আহ্ বড় লাগছে,বড় কষ্ট!

আসলে বুকের বাঁদিক ঘেঁষে এখনো আটকে দু দুখানা বুলেট আর বুক থেকে পেট,পেট থেকে পা স্বাধীনতা গড়াচ্ছে।

কে সাথে আছো...আমার বুকের কাছে এখনো রয়ে গেছে পতাকাটা ওটা বের করে জড়িয়ে দাও ওনার গায়ে!গেরুয়া থেকে সাদা,সাদা থেকে সবুজ রক্ত গড়াচ্ছে অনেক অনেক...!
এবার স্বাধীনতা চাই,বেঁচে থাকার স্বাধীনতা!
বেঁচে থাকার স্বাধীনতা!

====================================

অমিতাভ দাস 
40/এ বাকসাড়া রোড,বাকসাড়া,হাওড়া - 711110
মোবাইল - 9836632743