গুচ্ছকবিতাঃ সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

গুচ্ছকবিতাঃ সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায়



বরষা*****



বরষা
জাগাও ভরসা
তৃষ্ণার মরুপথে
এসো তুমি জল হাতে
ফুটি ফাটা ধরিত্রীরে
শান্ত করো বারিধারে
নবজন্মে সোনার ফসল
ভরে যাক সবুজের দল
বুকটা শান্ত হউক
প্রাণটা জেগে উঠুক।।


কবিতা*****


কবিতা আর আসেনা এখন
কলমের ডগায়
দুঃশ্চিন্তার কালো মেঘ
আবর্তিত মাথায়
কবিতা নাইবা যদি আসে
কার কি আসে যায়
সংসার সীমান্তে
কবিতা কে চায়?


বাংলা ও বাঙালী*****



সবার আগে হতে হবে ইঞ্জিনিয়ার
তা নাহলে এম বি এ /এইচ আর
নিদেনপক্ষে ডাক্তার
ভাগ‍্যে থাকলে শিক্ষক
না পেলে টোটোচালক
তাও নাহলে ফার্স্টফুড সেন্টার
নেই তো অন‍্য কিছু আর
না হয় ফুল ফুটবেনা আর
এই তো এখন বাঙালীর সংসার
সংস্কৃতি তো হয়েছে ছাড়খার
ডুবছে কেমন বাঙালী জাত
সবাই বলে যাও তফাৎ।।


সুখ*****



না হয় গেল বা কালবৈশাখী
তাবলে আছে কি কাল বসে কি
আরো একবার জ‍্যৈষ্ঠের ঝড় উঠুক
কিছুটা মালিন‍্য ঝড়ে উড়িয়ে নিক
নাহলে রোজ ভাবতে হয়
রাতটা যেন না পোহায়
চোখের জলে যে দিন শুরু হয়
ভিক্ষান্নে কি জীবন চালু রয়
রাত জুড়ে যে দুঃ স্বপন
দিনভর তিলে তিলে মরণ
অন্ধজনের কিবা দিন
কেমন রাত কাটে নিদ্রাহীন
বাঁচতে চেয়েছিলাম আপন অধিকারে
হাতড়ে বেড়াই সুখ নিকষ আঁধারে।।


চৈতন‍্য*****



চৈতন‍্য লোপ পেয়েছে
আঁধারের দাপাদাপি চলছে
হিসেবি দুনিয়ায় বিচরিত
স্বার্থপরতা নৃশংশতা
হিংসা দুর্নীতি
কি জানি কবে হবে ইতি
আদৌ হবে কি ? 
শেষের সেদিন আসবে কোন চেহারায়
গত‍্যন্তর নেই আরো তলিয়ে যাওয়ায়
ভাসার উপায় আছে কি ?
কি আশায় যে বেঁচে থাকা
সৃষ্টির দরজা বন্ধ রাখা
কিছুতেই ফেরা হয়না চৈতন‍্যে
যেন সব পথ হারানোর জন‍্যে।।

==============================

৩৪ সৌদামিনী নগর, মোড়পুকুর
রিষড়া, হুগলী ৭১২ ২৫০
৯৯০৩৬৭৬১৮৩(মো)