Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

গুচ্ছকবিতাঃ সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায়



বরষা*****



বরষা
জাগাও ভরসা
তৃষ্ণার মরুপথে
এসো তুমি জল হাতে
ফুটি ফাটা ধরিত্রীরে
শান্ত করো বারিধারে
নবজন্মে সোনার ফসল
ভরে যাক সবুজের দল
বুকটা শান্ত হউক
প্রাণটা জেগে উঠুক।।


কবিতা*****


কবিতা আর আসেনা এখন
কলমের ডগায়
দুঃশ্চিন্তার কালো মেঘ
আবর্তিত মাথায়
কবিতা নাইবা যদি আসে
কার কি আসে যায়
সংসার সীমান্তে
কবিতা কে চায়?


বাংলা ও বাঙালী*****



সবার আগে হতে হবে ইঞ্জিনিয়ার
তা নাহলে এম বি এ /এইচ আর
নিদেনপক্ষে ডাক্তার
ভাগ‍্যে থাকলে শিক্ষক
না পেলে টোটোচালক
তাও নাহলে ফার্স্টফুড সেন্টার
নেই তো অন‍্য কিছু আর
না হয় ফুল ফুটবেনা আর
এই তো এখন বাঙালীর সংসার
সংস্কৃতি তো হয়েছে ছাড়খার
ডুবছে কেমন বাঙালী জাত
সবাই বলে যাও তফাৎ।।


সুখ*****



না হয় গেল বা কালবৈশাখী
তাবলে আছে কি কাল বসে কি
আরো একবার জ‍্যৈষ্ঠের ঝড় উঠুক
কিছুটা মালিন‍্য ঝড়ে উড়িয়ে নিক
নাহলে রোজ ভাবতে হয়
রাতটা যেন না পোহায়
চোখের জলে যে দিন শুরু হয়
ভিক্ষান্নে কি জীবন চালু রয়
রাত জুড়ে যে দুঃ স্বপন
দিনভর তিলে তিলে মরণ
অন্ধজনের কিবা দিন
কেমন রাত কাটে নিদ্রাহীন
বাঁচতে চেয়েছিলাম আপন অধিকারে
হাতড়ে বেড়াই সুখ নিকষ আঁধারে।।


চৈতন‍্য*****



চৈতন‍্য লোপ পেয়েছে
আঁধারের দাপাদাপি চলছে
হিসেবি দুনিয়ায় বিচরিত
স্বার্থপরতা নৃশংশতা
হিংসা দুর্নীতি
কি জানি কবে হবে ইতি
আদৌ হবে কি ? 
শেষের সেদিন আসবে কোন চেহারায়
গত‍্যন্তর নেই আরো তলিয়ে যাওয়ায়
ভাসার উপায় আছে কি ?
কি আশায় যে বেঁচে থাকা
সৃষ্টির দরজা বন্ধ রাখা
কিছুতেই ফেরা হয়না চৈতন‍্যে
যেন সব পথ হারানোর জন‍্যে।।

==============================

৩৪ সৌদামিনী নগর, মোড়পুকুর
রিষড়া, হুগলী ৭১২ ২৫০
৯৯০৩৬৭৬১৮৩(মো)


জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক