কবিতাঃ সৌরভ ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কবিতাঃ সৌরভ ঘোষ

 

পশু হওয়া ভালো



সূর্য ওঠা দেখব বলে অনন্ত কাল দিগন্ত রেখায় শুয়ে...
ঝুলিতে অধিকারের কোলাহল;
পাহাড়ায় চোরের দঙ্গল,
ওদের একহাতে হাতুড়ি অন্য হাতে কালো ফেট্টি।

চোখ ওদেরও বন্ধ, ঘ্রাণ পশুদের মত...
ওরা গন্ধ শুঁকে বুঝতে পারে 
ভোর আসবে কি না...
জাগার আভাস পেলে,
কালের অভ্যাসে ঘিলু বের করে দেয়।
সমঝোতায় চোখে কালো ফেট্টি,জান বাঁচে...

আমার মত আরও অনেকেই দীর্ঘ প্রতিক্ষায়,
কেউ মরে গেছে,কেউ কাৎরাচ্ছে, 
কেউ চেটে নিচ্ছে নোনা জল...জয় নিরুপায়...

সূর্য না'কি তেমন ওঠে না,
সেও আদেশের অপেক্ষায় থাকে...চিরায়ত ভয়...

অভিব্যক্তি হীন পশু হওয়া ছাড়া গতি নেই,
গণতন্ত্র, তুমি কিছু বলো...!
=======================

সৌরভ ঘোষ
ফোন- ৯৪৭৫৯৩১৪৯২