Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

মুক্ত ভাবনাঃ ইতিকা বিশ্বাস


"আমার দেশের সম্পর্কে আমার কথা"

.....................................................................


আমি আমার দেশ ভারতবর্ষকে খুব ভালোবাসি। ভালোবাসি প্রত্যেকটি মানুষকে। তবে খুব কষ্ট হয় যখন দেখি আমার ভারতবর্ষের মানুষ অসহায় এবং শত দুঃখ কষ্ট ভোগ করে চলেছে দিনের পর দিন। খুব আঘাত করে আমার হৃদয়কে আমি মেনে নিতে পারিনা এই অবস্থাকে। আমি প্রত্যেকের জন্য সবসময়ই প্রার্থনা করি হে ঠাকুর সবাই যেন খুব ভালো থাকে হাসি খুশি থাকে। নতুন সূর্যোদয়ের মতো যেন নির্মল হোক দেশ। সন্ত্রাসের কালো ছায়া বিলুপ্ত হয়ে যাক চিরতরে। মানুষ স্বাধীন ভাবে বাঁচার সুযোগ যেন পায় এটা কামনা করি। ভালোবাসি ভিষন ভাবে আমার দেশকে। যখন ফুটপাতে শিশুরা ক্ষুধার জ্বালায় যন্ত্রণা অনুভব করে এবং অন্যের কাছে খাবারের দাবি করে দুহাত বাড়িয়ে অসফল হয়, তখন সেই করুন দৃষ্টি আমাকে ভিষন ভাবে উদ্বেগ করে তোলে। তখন মনে হয় ফুটপাতে পড়ে থাকা সকলকে নিজের কাছে আশ্রয় দিই অন্ন তুলে দিই তিনবেলা, কিন্তু কি ভাবে আমারতো তেমন অবস্থা নয়। এই ভেবে আবার দু-পা পিছে আসতে হয়। কি করবো সাধ আছে তবে সাধ্য নেই।

     ক্ষুদ্র শিশুর কান্না অনেক রাত ভাবায় আমাকে চোখ বুঝতে দেয়না। আমি চাই দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক শান্তিতে থাকুক। আরও ব্যাকুল করে তোলে যখন দেখি বৃদ্ধ মা বাবারা ঘুরে বেরায় ছেঁড়া কাপর পড়ে নির্মম অবস্থা আবার কোন কোন সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসে শেষ বয়সে তাদেরকে ছেড়ে তারা যে ভালো নেই এরা তারা মনেও করেনা খুব খুব খুইব কষ্ট হয়। এদের যদি নিজের কাছে রাখতে পারতাম শান্তি পেত মন। দেশের উন্নয়ন তখুনি সম্ভব যখন প্রত্যেকটি মানুষ নিজে ভালো থাকার পাশাপাশি অন্যকেও ভালো থাকার সুযোগ করে দেবে তবেইতো আমাদের দেশ উন্নয়নের শীর্ষে পৌঁছাবে।
   
    সুখ দুঃখ আবেগ অনুভূতি এগুলোকে নিয়েই জীবন। তবে প্রতিনিয়ত দুঃখ ঘিরে থাকলে মানুষ এক সময়ে নিজের জীবনকেও ঘৃনা করে চলে অবিরত। আমাদের দেশ হোক শান্তির আমাদের দেশ হোক মানবতার দেশ, সহানুভূতিশীল হোক, হোক ভ্রাতৃত্বের দেশ, হোক মমতাময়ী দেশ, কবে হবে কবে দেখবো এই সুন্দর দেশের সূচনা। সকলে একসাথে মিলেমিশে দেশকে উপহার দেবে সুন্দর একটি দেশের। আমার প্রিয় দেশ ভারতবর্ষ আমার অহংকার আমার গর্ব। কিছু করতে পারলে আমি শান্তি পাবো। সবাই এগিয়ে এসে কিছু না কিছু করো দেশের জন্য। খারাপ সব বর্জন করে ভালোই ভালো গড়ে তোলো। আমাদের দেশ হোক সকল দিক দিয়ে শীর্ষস্হান।

========================
  
নাম- ইতিকা বিশ্বাস
গ্রাম - উত্তর শিমুলপুর
পোষ্টঅফিস - ঠাকুরনগর
জেলা - উত্তর চব্বিশ
পিনকোডঃ 743287
মোবাইল নম্বর: 7908698587

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল