Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

মুক্ত ভাবনাঃ ইতিকা বিশ্বাস


"আমার দেশের সম্পর্কে আমার কথা"

.....................................................................


আমি আমার দেশ ভারতবর্ষকে খুব ভালোবাসি। ভালোবাসি প্রত্যেকটি মানুষকে। তবে খুব কষ্ট হয় যখন দেখি আমার ভারতবর্ষের মানুষ অসহায় এবং শত দুঃখ কষ্ট ভোগ করে চলেছে দিনের পর দিন। খুব আঘাত করে আমার হৃদয়কে আমি মেনে নিতে পারিনা এই অবস্থাকে। আমি প্রত্যেকের জন্য সবসময়ই প্রার্থনা করি হে ঠাকুর সবাই যেন খুব ভালো থাকে হাসি খুশি থাকে। নতুন সূর্যোদয়ের মতো যেন নির্মল হোক দেশ। সন্ত্রাসের কালো ছায়া বিলুপ্ত হয়ে যাক চিরতরে। মানুষ স্বাধীন ভাবে বাঁচার সুযোগ যেন পায় এটা কামনা করি। ভালোবাসি ভিষন ভাবে আমার দেশকে। যখন ফুটপাতে শিশুরা ক্ষুধার জ্বালায় যন্ত্রণা অনুভব করে এবং অন্যের কাছে খাবারের দাবি করে দুহাত বাড়িয়ে অসফল হয়, তখন সেই করুন দৃষ্টি আমাকে ভিষন ভাবে উদ্বেগ করে তোলে। তখন মনে হয় ফুটপাতে পড়ে থাকা সকলকে নিজের কাছে আশ্রয় দিই অন্ন তুলে দিই তিনবেলা, কিন্তু কি ভাবে আমারতো তেমন অবস্থা নয়। এই ভেবে আবার দু-পা পিছে আসতে হয়। কি করবো সাধ আছে তবে সাধ্য নেই।

     ক্ষুদ্র শিশুর কান্না অনেক রাত ভাবায় আমাকে চোখ বুঝতে দেয়না। আমি চাই দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক শান্তিতে থাকুক। আরও ব্যাকুল করে তোলে যখন দেখি বৃদ্ধ মা বাবারা ঘুরে বেরায় ছেঁড়া কাপর পড়ে নির্মম অবস্থা আবার কোন কোন সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসে শেষ বয়সে তাদেরকে ছেড়ে তারা যে ভালো নেই এরা তারা মনেও করেনা খুব খুব খুইব কষ্ট হয়। এদের যদি নিজের কাছে রাখতে পারতাম শান্তি পেত মন। দেশের উন্নয়ন তখুনি সম্ভব যখন প্রত্যেকটি মানুষ নিজে ভালো থাকার পাশাপাশি অন্যকেও ভালো থাকার সুযোগ করে দেবে তবেইতো আমাদের দেশ উন্নয়নের শীর্ষে পৌঁছাবে।
   
    সুখ দুঃখ আবেগ অনুভূতি এগুলোকে নিয়েই জীবন। তবে প্রতিনিয়ত দুঃখ ঘিরে থাকলে মানুষ এক সময়ে নিজের জীবনকেও ঘৃনা করে চলে অবিরত। আমাদের দেশ হোক শান্তির আমাদের দেশ হোক মানবতার দেশ, সহানুভূতিশীল হোক, হোক ভ্রাতৃত্বের দেশ, হোক মমতাময়ী দেশ, কবে হবে কবে দেখবো এই সুন্দর দেশের সূচনা। সকলে একসাথে মিলেমিশে দেশকে উপহার দেবে সুন্দর একটি দেশের। আমার প্রিয় দেশ ভারতবর্ষ আমার অহংকার আমার গর্ব। কিছু করতে পারলে আমি শান্তি পাবো। সবাই এগিয়ে এসে কিছু না কিছু করো দেশের জন্য। খারাপ সব বর্জন করে ভালোই ভালো গড়ে তোলো। আমাদের দেশ হোক সকল দিক দিয়ে শীর্ষস্হান।

========================
  
নাম- ইতিকা বিশ্বাস
গ্রাম - উত্তর শিমুলপুর
পোষ্টঅফিস - ঠাকুরনগর
জেলা - উত্তর চব্বিশ
পিনকোডঃ 743287
মোবাইল নম্বর: 7908698587

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত