কবিতাঃ গৌর গোপাল সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কবিতাঃ গৌর গোপাল সরকার

এপার -ওপার-সেপার


একদিন গান্ধীজি  সবরমতী
আশ্রমে ফিরলেন, ম্যাপ, পেন, আরও
কী কী সব সঙ্গে নিয়ে।  সেদিন ছিল
অবিভক্ত ভারত মায়ের  অবসর নেওয়ার দিন।
আর সবরমতীর আশ্রমের দেওযালে
গজিয়ে ওঠা বটগাছটির মতো
আমাদের অবস্থা।
আশ্রমে সান্ধ্যশীত, পাতাঝরার মুখরতা।
টুকটাক খাওয়া-দাওয়া
নেহেরু -জিন্না সবাই মগ্ন।
গান্ধীজির কিন্তু মনটা একটু অন্যরকম।
হাসি-হাসি ভাব করা দিনলিপি,
সুখের স্বাধীনতার আড়ালে  মনখারাপ।
বাইরে থেকে বোঝা যায় না।
আসল নির্ভরতা অনন্ত প্রয়াসী, অনন্ত সত্যের গতি,
আবার আমি বাড়ি ফিরলাম, নানা জিনিস
সঙ্গে নিয়ে। সেদিন  ছিল বাংলা মায়ের
আলাদা হওয়ার দিন।
প্রতিদিন নিচু স্বরে পাড় ভাঙে যে নদীর,
সবটুকু তার তরল মেঘের মতো ছুঁয়ে থাকে জীবনের এপার-ওপার -সেপার।
আজ সেপারেশন ডিভোর্স পেপারে মোড়ানো চারপাশ মুখরিত
কলতান নেই
মায়ের কান্না আজও শোনা যায়।
তখন নিজের বলে কিছুই থাকে না আর
বিস্মৃতির ছায়া ঘেরা গত জন্মের পথ
মুকুল -বকুল গন্ধেতে যে ইশারা!
হাহাকার গায়ে মেখে দূর আরও দূর
হাওয়া যেন বলছে, ফের দেখা হবে -
সেই সনধ্যায়
আবার এ-ও-সে এক হবে
পরজীবনের।

কবির ঠিকানাঃ নামঃ গৌর গোপাল সরকার, নতুন হাসপাতাল পাড়া, রামপুরহাট, বীর ভূম, ফোন নং
৮১০১৪৮৪২১৫