Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতাঃ গৌর গোপাল সরকার

এপার -ওপার-সেপার


একদিন গান্ধীজি  সবরমতী
আশ্রমে ফিরলেন, ম্যাপ, পেন, আরও
কী কী সব সঙ্গে নিয়ে।  সেদিন ছিল
অবিভক্ত ভারত মায়ের  অবসর নেওয়ার দিন।
আর সবরমতীর আশ্রমের দেওযালে
গজিয়ে ওঠা বটগাছটির মতো
আমাদের অবস্থা।
আশ্রমে সান্ধ্যশীত, পাতাঝরার মুখরতা।
টুকটাক খাওয়া-দাওয়া
নেহেরু -জিন্না সবাই মগ্ন।
গান্ধীজির কিন্তু মনটা একটু অন্যরকম।
হাসি-হাসি ভাব করা দিনলিপি,
সুখের স্বাধীনতার আড়ালে  মনখারাপ।
বাইরে থেকে বোঝা যায় না।
আসল নির্ভরতা অনন্ত প্রয়াসী, অনন্ত সত্যের গতি,
আবার আমি বাড়ি ফিরলাম, নানা জিনিস
সঙ্গে নিয়ে। সেদিন  ছিল বাংলা মায়ের
আলাদা হওয়ার দিন।
প্রতিদিন নিচু স্বরে পাড় ভাঙে যে নদীর,
সবটুকু তার তরল মেঘের মতো ছুঁয়ে থাকে জীবনের এপার-ওপার -সেপার।
আজ সেপারেশন ডিভোর্স পেপারে মোড়ানো চারপাশ মুখরিত
কলতান নেই
মায়ের কান্না আজও শোনা যায়।
তখন নিজের বলে কিছুই থাকে না আর
বিস্মৃতির ছায়া ঘেরা গত জন্মের পথ
মুকুল -বকুল গন্ধেতে যে ইশারা!
হাহাকার গায়ে মেখে দূর আরও দূর
হাওয়া যেন বলছে, ফের দেখা হবে -
সেই সনধ্যায়
আবার এ-ও-সে এক হবে
পরজীবনের।

কবির ঠিকানাঃ নামঃ গৌর গোপাল সরকার, নতুন হাসপাতাল পাড়া, রামপুরহাট, বীর ভূম, ফোন নং
৮১০১৪৮৪২১৫

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল