কবিতা: নাসির ওয়াদেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কবিতা: নাসির ওয়াদেন



           

 কথা শুধু শব্দ নয়         

                    ১

দেশভক্তিকে একবার প্রশ্ন করেছিলাম
কোন উত্তর আসেনি
উত্তর আসার কথাও নয়
কেননা উত্তর দেওয়ার লোকই তো দেশে নেই

যারা দেশরক্ষার নামে আছে তারা পাহারাদারমাত্র
আড়ালে আবডালে লুঠের রাজত্ব চলছে
মিথ্যে দোষ দিয়ে লাভ কী ভাস্কর পণ্ডিতদের

মিথ্যের গাড়ি চড়ে বেশি দূর যাওয়া যায় না
ফিনিক্স পাখির ডানার ভেতর জনরোষ জমা আছে

                        ২

হতাশা আর গ্লানি নিয়ে সূর্য ঢলে পড়লে
প্রত্যাশার আকাশে চাঁদ  দেখা যায়
চাঁদকে ভালবাসার ক্ষেত্রভৃমি নির্মাণে
নাসা পারেনি ইসরো করে দেখাচ্ছে

কেরোসিন,পেট্রোলের দাম বাড়লে ফড়েদের লাভ
যারা লাভ খেতে খেতে রাঘব বোয়াল হয়েছে
শীতল চোখে অপেক্ষা করছে তাদের শ্রীঘর

                         ৩

অসহিষ্ণুতা আর হিংসাত্মক কার্যকলাপ
যখনই বাড়ে লোভের গতিবেগ হারে
তখনই অসহায় মানুষের চোখে জল আসে

মৃত্যু জীবনকে পরিণতির দিকে নিয়ে যায়
যতটা সত্যি বেশি সত্যি জাগরণের, চেতনার

অপরাধীদের বহাল তবিয়তে ঘুরে বেড়ানো
আর অপশাসন রোধে ব্যর্থ রাজন নপুংসক, সমার্থক
                   ------

       লেখক পরিচিতি
    নাসির ওয়াদেন
   সৌম্য জেরক্স, স্টেশন রোড
   পোস্ট-- মুরারই, 731219
   জেলা --- বীরভূম, পশ্চিমবঙ্গ
ফোন -- 89266 25921