Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতাঃ তপন কুমার মাজি


             

   স্বাধীনতা দিবস


স্বাধীনতা দিবসে বিপ্লবীদের চরণে 
নিবেদিত হোক 
                 প্রতিটি ভারতবাসীর বিনম্র শ্রদ্ধা,
গীত হোক তাঁদের উদ্দেশ্যে জয়গান--
    যাঁরা স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধা।
স্বাধীনতা দিবসে প্রতিটি হৃদয় হোক গ্রথিত 
            তাৎপর্যবাহী তিনটি রঙের সমাহারে,
বাধার বেড়া ডিঙিয়ে সুখ-শান্তি ও সমৃদ্ধি
                আসুক ফিরে দেশবাসীর অন্তরে।
উচ্চারিত হোক জীবনে চলার পথে 
                    সত্য-শিব ও সুন্দরের মূল মন্ত্র,
ঘৃণা বিদ্বেষ ভুলে ভারতের মাটিতে 
                  প্রতিষ্ঠিত হোক প্রকৃত গণতন্ত্র।
স্বাধীনতা দিবসে বিদূরিত হোক 
           সাম্প্রদায়িকতার উগ্র চোখ রাঙানি
নিপাত যাক হিংসা হানাহানি--স্তব্ধ হোক 
               রক্তাক্ত তলোয়ারের ঝনঝনানি।
স্বাধীনতা দিবসে ঘোষিত হোক 
                     অধিকারের তিনটি মূলকথা,
আবালবৃদ্ধবনিতা লাভ করুক প্রকৃত সাম্য-
                         মৈত্রী আর পূর্ণ স্বাধীনতা।
আজকের এই পুণ্য লগ্নে প্রতিটি নাগরিক 
                  নিতে শিখুক প্রতিবাদের শপথ,
স্বাধীনতা দিবস হোক দুর্নীতি-শোষণ ও
             পীড়নকে প্রতিরোধের প্রকৃত পথ।
উঠুক জ্বলে জ্ঞানের আলো প্রতিটি হৃদয়দীপে
                   মুছে দিয়ে সকল অজ্ঞানতা,
সম্প্রীতির বন্ধনে মিলিত হোক সকল বিভেদ
              ঘুচিয়ে দিয়ে মনের সংকীর্ণতা।                         
শস্য শ্যামলীমায় ভরে উঠুক 
                    কাশ্মীর হতে কন্যাকুমারিকা,
প্রতিটি কণ্ঠে ধ্বনিত হোক জাতীয়সঙ্গীত,
              উড়ুক আকাশে জাতীয় পতাকা।
--------------------------------------------------------
Tapan Kumar Maji, 
Courtmore, Asansol
-------------------------------------------------------

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল