কবিতাঃ তপন কুমার মাজি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কবিতাঃ তপন কুমার মাজি


             

   স্বাধীনতা দিবস


স্বাধীনতা দিবসে বিপ্লবীদের চরণে 
নিবেদিত হোক 
                 প্রতিটি ভারতবাসীর বিনম্র শ্রদ্ধা,
গীত হোক তাঁদের উদ্দেশ্যে জয়গান--
    যাঁরা স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধা।
স্বাধীনতা দিবসে প্রতিটি হৃদয় হোক গ্রথিত 
            তাৎপর্যবাহী তিনটি রঙের সমাহারে,
বাধার বেড়া ডিঙিয়ে সুখ-শান্তি ও সমৃদ্ধি
                আসুক ফিরে দেশবাসীর অন্তরে।
উচ্চারিত হোক জীবনে চলার পথে 
                    সত্য-শিব ও সুন্দরের মূল মন্ত্র,
ঘৃণা বিদ্বেষ ভুলে ভারতের মাটিতে 
                  প্রতিষ্ঠিত হোক প্রকৃত গণতন্ত্র।
স্বাধীনতা দিবসে বিদূরিত হোক 
           সাম্প্রদায়িকতার উগ্র চোখ রাঙানি
নিপাত যাক হিংসা হানাহানি--স্তব্ধ হোক 
               রক্তাক্ত তলোয়ারের ঝনঝনানি।
স্বাধীনতা দিবসে ঘোষিত হোক 
                     অধিকারের তিনটি মূলকথা,
আবালবৃদ্ধবনিতা লাভ করুক প্রকৃত সাম্য-
                         মৈত্রী আর পূর্ণ স্বাধীনতা।
আজকের এই পুণ্য লগ্নে প্রতিটি নাগরিক 
                  নিতে শিখুক প্রতিবাদের শপথ,
স্বাধীনতা দিবস হোক দুর্নীতি-শোষণ ও
             পীড়নকে প্রতিরোধের প্রকৃত পথ।
উঠুক জ্বলে জ্ঞানের আলো প্রতিটি হৃদয়দীপে
                   মুছে দিয়ে সকল অজ্ঞানতা,
সম্প্রীতির বন্ধনে মিলিত হোক সকল বিভেদ
              ঘুচিয়ে দিয়ে মনের সংকীর্ণতা।                         
শস্য শ্যামলীমায় ভরে উঠুক 
                    কাশ্মীর হতে কন্যাকুমারিকা,
প্রতিটি কণ্ঠে ধ্বনিত হোক জাতীয়সঙ্গীত,
              উড়ুক আকাশে জাতীয় পতাকা।
--------------------------------------------------------
Tapan Kumar Maji, 
Courtmore, Asansol
-------------------------------------------------------