Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

ডাইরির পাতা: তাপসকিরণ রায়

                                

  রমাকান্তর ডাইরিঘুম নেই কথা       

                                                            

তারিখ : ২১/০৩/২০০৭
জীবনের কাহিনীগুলি কিন্তু এক জাগায় এসে মিলে মিলে যায়। অনেক ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে দেখলাম অবশ্য এটাও ঠিক, কাহিনী কত আর জন্মাবে, জীবনধারার প্রেমিক-প্রেমিকার শুরুর প্রেম প্রণয়নের  কাহিনী, তার  বিরহ, বিচ্ছিন্নতা সবই তার মূল ধারা। ছাড়াও আছে বিয়োগ ব্যথা, ধর্ষণ কথা, জীবন দর্শনের বড় বড় ভাব টেনে মনকে গুলিয়ে দেওয়াও সাহিত্যের আর একটা দিক আছে
কবিতা নিয়ে আজকাল ভীষণ ভাবে পরীক্ষা-নিরীক্ষা চলছেকেউ কেউ অতি গভীরের লেখায় মত্তএ ধরনের লেখার বুঝদার অনেক কম। পরিমিত সংখ্যায় ধরণের কবিরা নিজেরাই এখানের  পাঠক। ওঁদের ধারণা কবিতার মর্ম মূল্যই ওঁরা পাল্টে দেবেন। সচরাচর প্রাক্তন ওসব মিল বুজরুকিতে ওঁরা বিশ্বাসী নন। আবার আর এক ধরনের কবি আছেন, তাঁরা নাকি অনেকটা সোজাসুজি দেখতে ভালবাসেন। ওরা নাকি আবার ফিরে আসছেন ! তাই বুঝি আমরা আবার দেখতে পাই--মিলের কবিতা, ছড়ার কবিতা।

এক দিকে দেখি--

ঘুম নেই জেগে আছি
তোমার শিরা উপশিরা বেয়ে
এক উর্বরা ভূমি নেমে গেছে
মধ্যবলয়  
জলদ মেঘের মত বর্ষা নামে
বারবারের তবু সেই সোঁদা গন্ধ ভাল লাগে।
জানলা গলিয়ে তোমায় আবার দেখতে চাই লাল ওড়নায়
পলাশের নেশা তখনও কাটেনি
শিমুলের চটক লালে নেমে যেতে যেতে
বসন্ত ধর্ষিতা একটা দিন--  
এমনি এক মেঘলা ছায়ায়
বিশ্বাসের বিপ্লব ঘটে ছিল--
বিশ্বাসকে হনন করে সেদিন
অনেক নিচে নেমে গিয়ে ছিল একটি প্রেমিকা।
কথা আমরা কেউ জানি না।

কবিতা লিখে ফেললাম কি ? কিন্তু জানি, সে গভীর লেখা লিখতে পারিনি। তবে ডাইরির পাতায় নিজস্ব লেখা হয়ে এটা থাকলে ক্ষতি তো কিছু নেই। এবার দেখা যাক আজের টানা-পোড়েনের মাঝে ফিরে আসা ছড়া কবিতা লেখার চেষ্টা করে--

ভালবাসি ভালবাসি তোমার পলাশ ঠোঁট
পলাশ তলায় শিমুল তলায় দেখো
বসন্ত প্রেমিকের এক জোট !

--এই ফোট্ !
আমার লীলা, তোর শীলা,
আবার তোর লীলা, আমার শীলা,
যদি লাগে মার না হয় আর একটা ঘোঁট !

বসন্ত আজ মাতোয়ারা
প্রেমের রঙে আত্মহারা !
আয় তোরা কি রঙ দিবি,
যা আছে মোর সবটা নিবি,  
থাক না সব আত্মকথা,  
আওড়া প্রেমের বুলি
ভুল করে তুই আমার সাথে
না হয় একবার শুলি !  

আহা রস টইটম্বুর সব কবিতা-ছড়া পড়তে কিন্তু ভালই লাগে। সাধারণের  জন্যে ভাব-ভাষা-ভাবনা থাকে। সাধারণ জনগণ আম বোলের গন্ধে মাতোয়ারা হতেই পারে। তাই গভীরে আরও গভীরে ঢুকে যাবার জন্যে মদ গাঁজা যা রইলো তাই যথেষ্ট।
তবে কেন তোমার নতুন সৃষ্টির কবিতা, কেন ভাব ভাষার গভীরতা নিয়ে এত গবেষণা ?
কেন পান্থ ! ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ ? উদ্যম বিহনে কার পূরে মনোরথ ? কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ?
দেখুন না কেমন প্রাণে গিয়ে ঘাই মারছে ?
এর চে টেলিভিশনগুলি বুঝি ভাল একই সিরিয়াল বছরের পর বছর কাটিয়ে যাচ্ছে। দেখো তাতে কি নেই ? এক লোকের জীবনী ভোরে রাখা থাকে --রিকশাওয়ালা থেকে বিদেশী বাবুদের অধিকার পর্যন্ত দেখিয়ে দেয়। এটা ছাড়বেন, ওটা খাবেন। এত লজ্জার কি আছে--ওই যে কথা আছে না--লজ্জা ঘৃণা ভয়, তিন থাকতে নয়। সব গুনাগুণ থাকলে তবেই তো সুস্থ জীবন যাপন করা সম্ভব পর হয়।  
তাই গা ভাসাও। গরিষ্ঠ দলের দিকে মাথা ঝোঁকাও, অন্তত সামনা সামনি। তারপর নিজের মত নিজের মনকে বুঝ দাও--তাতে নাকি জীবনকে অনেক হাল্কা করে নেওয়া যায়।
নাটকের মাঝ থেকে নাকি জীবনকে ধরা যায়। শেক্সপীয়ার বলেছেন, টি ওয়ার্ল্ড ইজ টি স্টেজ। বলা যায় জীবনের মধ্য দিয়েই নাটকের সৃষ্টি হয়। জীবনের এক দিক ভাঙতে থাকে আবার অন্যদিক গড়তে থাকে। আর এভাবেই তো জীবনের ভাঙা-গড়া চলতে থাকে। তাই বন্ধুরা ! তোমরা বেশী ভেবো না--সমাজের সাথে মিশে যেতে পারে জীবনের কথা। তার মধ্যেই ঘটবে উত্থান পতন। রক্ত দিয়ে হোলি খেলা হবে, ধর্ষণের মাঝে প্রেম, কথার বলি দেখবে। নিজের মেয়েকে বিকোতে দেখেও ভেঙে পড়ো না। অবাক হয়ো না। সব সম্ভব, জীবনচরিত্র থেকে খসে পড়ছে নতুন নতুন অভিলেখ। জুয়ার আড্ডা থেকে দুঃশাসনের ল্যাঙট খোলা দেখা যেতেই পারে !
আজ চরম অবস্থা ছেড়ে অনেক গৃহস্থ দেখো সুখে নিমজ্জ্মান। ওরা নিজের গণ্ডিতে বসে আছে, ওরা দুঃখের উত্তাল তরঙ্গ থেকে দূরে সরে সরে নিজেদের বাঁচিয়ে নিতে চেষ্টা করছে তবে হ্যাঁ দারিদ্র্য এক পাপ বটে--তাই বুঝি মাঝে মাঝে বড় বড় নেতাদের মুখ ফসকে বেরিয়ে যায়--দরিদ্র নির্মূল করতে হবে--এটা ভাষাগত ভুল হলেও চরম সত্য !
ধরো আর মারো নিয়মে দেশ চলে না. আবার সব জাগায় সব কিছুরই সাক্ষী দিয়ে আদালতি বিচার চলে না। কিংবা শুধু ভাব-ভাবনা দিয়ে দেশ চলে না। সাহিত্যের বদল মানুষের লেখনীর ধারে- অধারে এগিয়ে চলতেই পারে ! আমরা শুধু দর্শক নই--আমাদের মত ভাল, মন্দ, দুষ্ট, চরিত্রবান, চরিত্রহীন নিয়ে এই দেশ। এই পৃথিবীটাও তাই বুঝি গড্ডালিকা প্রবাহের মত নিজেকে সামাল দিতে দিতে দেখতে দেখতে সামনের দিকে চলতে চলতে নিজের চারদিকে মাতালের মত ঘুরপাক খেয়ে চলেছে।

                                                                === সমাপ্ত ===    

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত